জনাব আবু রায়হান তার দুটি গাভী বিক্রি করে স্বল্প পরিসরে হাতে তৈরি মসলা প্যাকেটজাত করে বাজারজাত করেন। তার মসলার গুণগত মান ভাল হওয়ায় বাজারে চাহিদা বেড়ে যায়। তাই তিনি মসলা গুড়া করার জন্য মেশিন ক্রয় ও কিছু স্থাপনা নির্মাণের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়নের কথা ভাবছেন।
জনাব আবু রায়হান মূলধনের কোন উৎস ব্যবহার করে ব্যবসায় শুরু করেন?