জনাব এরিকা ও চার বন্ধু দুই মাসের ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় দুইটি বইয়ের স্টল ভাড়া নেয়। তাদের মধ্যে সবাই ব্যবসায় পরিচালনায় অংশ নিলেও জনাব এরিকা অংশগ্রহণ করেনি। মেলায় ৫,০০,০০০ টাকা মুনাফা হয়। কিন্তু মুনাফার অনুপাত নির্ধারিত না থাকায় এরিকা মুনাফার সমান অংশ দাবি করে। ফলে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।
উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়?