'ক' দেশের দুটি অংশ ছিল। উত্তর অংশ ও দক্ষিণ অংশ। দেশটি শাসিত হতো দক্ষিণ অংশের শাসকদের দ্বারা। উত্তর অংশের উৎপাদিত পাট দ্বারা দক্ষিণ অংশে প্রতিষ্ঠা করা হয় বড় বড় পাটকল। অথচ দক্ষিণ অংশে দ্রব্যমূল্য ছিল উত্তর অংশের চেয়ে কম।
'ক' দেশের দুই অংশের সাথে তৎকালীন পাকিস্তানের দুই অংশের কোন বৈষম্যের সাদৃশ্য লক্ষ করা যায় ।