ময়মনসিংহ শহরের অদূরে ব্রহ্মপুত্র নদীর তীরে শিল্পাচার্য জয়নুল আবেদীন লোকশিল্প যাদুঘর গড়ে তোলেন। এ যাদুঘরে রাজ-রাজন্য, যুদ্ধ বিগ্রহের নিদর্শনের পরিবর্তে গুরত্ব দেওয়া হয়েছে আবহমান বাংলার সাধারণ মানুষের ব্যবহার্য এবং সৃষ্ট নিদর্শনের ওপর।
উদ্দীপকে যে দিকটির প্রতি জয়নুল আবেদীন গুরুত্ব দিয়েছেন তা সামাজিক বিজ্ঞানের কোন শাখার সাথে অধিকতর সম্পর্কিত?