হাবিবা এইচএসসি পরীক্ষার্থী। দ্বাদশ শ্রেণিতে উঠার পরপরই বাবা মা তার বিয়ে দিয়ে দেন। নতুন সংসার ও পরীক্ষার পড়া সবমিলিয়ে সে মানসিক পীড়নের মধ্যে থাকে। টেস্ট পরীক্ষার আগের দিন তার স্বামী কলেজের সমাজকর্মের শিক্ষক মাহফুজ স্যারকে ফোন করে জানায় "হাবিবা অস্বাভাবিক আচরণ করছে।" শিক্ষক বিষয়টি গুরুত্বের সাথে নেন এবং হাবিবার সাথে সরাসরি কথা বলে তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উদ্দীপকের সমাজকর্মের শিক্ষক কী ভূমিকা পালন করেছেন?