মি. রবিন একটি নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য 'B 'ব্যাংক' হতে দশ লক্ষ টাকা ঋণ গ্রহণের আবেদন করেন। 'B ব্যাংক' প্রকল্পের লাভজনকতা যাচাই করে মি. রবিনকে প্রকল্পটিতে বিনিয়োগ করতে নিষেধ করেন। মি. রবিন চীনে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য এক লক্ষ টাকার একটি ট্রাভেলার চেক এবং সর্বাচ্চ দুই লক্ষ টাকা ব্যয়ের শর্তে একটি ক্রেডিট কার্ড B ব্যাংক হতে গ্রহণ করেন।
বাণিজ্য মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে মি. রবিনের পক্ষে B ব্যাংক কোন কাজটি সম্পাদন করে?