সাজু মিয়া একজন আলু চাষি। তিনি আলু উত্তোলনের পর জামিতেই বড়, মাঝারি ও ছোট আকারের আলুকে মান অনুযায়ী বাছাই করে বস্তায় ভরেন। উৎপাদন মৌসুমে আলুর দাম কম থাকায় তিনি স্থানীয় হিমাগারে তা সংরক্ষণ করেন। পরবর্তীতে তিনি বাজারের চাহিদা অনুযায়ী আলু বিক্রি করে ন্যায্যমূল্য পান।
উদ্দীপকে সাজু মিরা প্রথমে বিপণনের কোন কাজটি করেন?