জনাব স্নিগ্ধ তাঁর ব্যবসায়ের প্রয়োজনে নিকটাত্মীয় জনাব অয়নের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ধার করলেন। কিছুদিন পর ব্যবসায়ে লোকসান হলে জনাব স্নিগ্ধ তাঁর ব্যবসায়টি বন্ধ করে দিলেন। জনাব অয়ন পাওনা আদায়ের জন্য জনাব স্নিগ্ধের বিরুদ্ধে আদালতে মামলা করলেন।
উদ্দীপকে ব্যবসায়টির কোন বৈশিষ্ট্যের কারণে জনাব অয়ন, জনাব স্নিগ্ধের বিরুদ্ধে মামলা করলেন?