মি. রিপন তাঁর গার্মেন্টস-এ ব্যবহৃত মেশিনের যে কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য একটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি সম্পাদন করেন। একটি কক্ষে আগুন লেগে তৈরি পোশাকের যাবতীয় মজুদ পুড়ে বিনষ্ট হয়ে যায়। তিনি বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করলে তা প্রত্যাখ্যাত হয়।
রিপন কোন ধরনের বিমা করেছিলেন?