জনাব সায়েম নিত্য নতুন মোবাইল গেইমস তৈরি করেন। তার প্রস্তুতকৃত গেমসসমূহ বাজারজাত করার জন্য তিনি APP BAZAR এর সাথে চুক্তিবদ্ধ। বাজারজাতকৃত গেমসসমূহের মূল্যের 65% তিনি APP BAZAR থেকে পেয়ে থাকেন। এছাড়া তিনি একটি বিমা কোম্পানির সাথে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ১০ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ৫ বছর পর দিনি হঠাৎ মৃত্যুবরণ করলে তাঁর স্ত্রী বিমা কোম্পানির নিকট বিমাকৃত অর্থ দাবি করে।
জনাব সায়েমের গৃহীত বিমা চুক্তি দ্বারা -
i. ক্ষতিপূরণ করা সম্ভব
ii. মনোনীত ব্যক্তির অর্থ পাওয়া সম্ভব
iii. বিমাকৃত অর্থ প্রাপ্তি সব সময় নিশ্চিত
নিচের কোনটি সঠিক?