হিসাববিজ্ঞান পরিচিতি

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - হিসাববিজ্ঞান - | NCTB BOOK

ব্যক্তি, প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয়। এ সকল ঘটনার সংখ্যা অগণিত ও বৈচিত্র্যময়। নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল ব্যতীত এ সকল আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন। হিসাববিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া, যেখানে সংঘটিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ হিসাব তথ্য জানতে সর্বদা আগ্রহী। তাই হিসাববিজ্ঞান আর্থিক লেনদেনসমূহের সংরক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে এদের প্রভাব ও ফলাফল নির্ণয় করে বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে অবহিত করে।

এই অধ্যায় শেষে আমরা-

  • হিসাববিজ্ঞানের ধারণা বর্ণনা করতে পারব।
  • হিসাববিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করতে পারব।
  • হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
  • হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারব।
  • হিসাব তথ্যের ব্যবহারকারীদের শনাক্ত করতে পারব।
  • মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা বিশ্লেষণ করতে পারব।
  • সমাজ ও পরিবেশের সাথে হিসাবব্যবস্থার সম্পর্ক বর্ণনা করতে পারব।
  • দৈনন্দিন, ব্যক্তিগত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে হিসাব রাখতে আগ্রহী হব।
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

  সমাজের একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে

  উৎপাদনব্যবস্থার আলোচনা করে

 পণ্য ক্রয় এবং বিক্রয়ের হিসাব রাখে

 একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে

ক. সম্পদ ক্রয়ের ফলে
খ. সঠিক সিদ্ধান্ত নিলে
গ. ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
ঘ. পণ্য ক্রয়ের দ্বারা
ক) হিসাবরক্ষণকে সংকুচিত করে
খ) হিসাবরক্ষণকে ব্যয়বহুল করে তুলে
গ) হিসাবরক্ষণের গতি রোধ করে
ঘ) হিসাবরক্ষণের উন্নতি ঘটায়
ক) হিসাবব্যবস্থা
খ) তথ্যব্যবস্থা
গ) নিরীক্ষাব্যবস্থা
ঘ) বিবরণী-ব্যবস্থা
ক) মালিক
খ) ব্যবস্থাপক
গ) কর্মচারী ও কর্মকর্তা
ঘ) অভ্যন্তরীণ নিরীক্ষক
ক) আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়
খ) ব্যয় নিয়ন্ত্রণ করা
গ) জালিয়াতি ও প্রতারণা রোধ করা
ঘ) আর্থিক বিবরণীর তুলনামূলক বিশ্লেষণ করা
হিসাব ব্যবস্থা
তথ্য ব্যবস্থা
নিরীক্ষা ব্যবস্থা
বিবরণী ব্যবস্থা
সম্পদ অর্জনে
সিদ্ধান্ত গ্রহণে
মুনাফা অর্জনে
মূলধন সংগ্রহে
মজুদের পর্যাপ্ততা
নিজ ব্যবসায়ের সুনাম
দায় পরিশোধ ক্ষমতা
ক্রেতার প্রকৃত চাহিদা
মুদ্রার প্রচলনের পূর্ববর্তী সময়ে
আধুনিক যুগে
কৃষিকাজ শুরুর সময়ে
মুদ্রার প্রচলনের পরবর্তী সময়ে
১৪৯৪ খ্রিস্টাব্দে
১৪৪৯ খ্রিষ্টাব্দে
১৯১৪ খ্রিস্টাব্দে
১৯১৪ খ্রিস্টাব্দে
বিশদ আয় বিবরণী প্রস্তুত
মালিকানাস্বত্ব বিবরণী প্রস্তুত
আর্থিক অবস্থা নিরূপণ
লেনদেন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ
বিবরণী ও প্রতিবেদন
হিসাব-নিকাশ
আর্থিক কার্যাবলি
দেনা-পাওনা হিসাব
অপচয় কমিয়ে
রাজস্ব প্রদান করে
যথাযথ হিসাব করে
আয় বৃদ্ধি করে
লেনদেন বিশ্লেষণ
আর্থিক বিবরণী বিশ্লেষণ
যথাযথ হিসাবরক্ষণ
ব্যয় নিয়ন্ত্রণ
আর্থিক অবস্থা নিরূপণ
আর্থিক ফলাফল নিরূপণ
প্রতারণা ও জালিয়াতি রোধ
কাঙ্ক্ষিত ফলাফল অর্জন
তথ্য ব্যবহারকারী
হিসাবরক্ষণ
হিসাববিজ্ঞান
হিসাব সমীকরণ
উন্নয়নমূলক কাজ
ব্যক্তিস্বার্থ
বিশ্বায়নের জন্য
হিসাবের জন্য
পরিকল্পনা প্রণয়নের জন্য
আর্থিক অবস্থার উন্নয়নের জন্য
আয় নিরূপণ ও আয়কর নির্ধারণের জন্য
আয় ও ব্যয় নির্ধারণের জন্য
হিসাব লিপিবদ্ধকরণ
সম্পদের পরিমাণ নির্ণয়
লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয়
হিসাব সমীকরণের জ্ঞান প্রয়োগ
লাভ-ক্ষতি নির্ণয়
পরীক্ষার ফি নির্ধারণ
মানসম্মত প্রশ্ন প্রণয়ন
ভ্যাট ও শুল্ক আদায়
ব্যবসায়ের চালিকাশক্তি
ব্যবসায়ের অবিচ্ছেদ্য অংশ
ব্যবসায়ের ভাষা
ব্যবসায়ের হৃৎপিণ্ড
তথ্যব্যবস্থা
কর্মব্যবস্থা
লেনদেন ব্যবস্থা
হিসাবব্যবস্থা
লেনদেন লিপিবদ্ধকরণ
খরচ লিপিবদ্ধকরণ
আর্থিক ফলাফল প্রকাশ
ডেবিট ও ক্রেডিট নির্ণয়
মালিক
শেয়ারহোল্ডার
ঋণ প্রদানকারী
অভ্যন্তরীণ নিরীক্ষক
পরিদর্শন করে
আর্থিক কার্যাবলির ফলাফল বিশ্লেষণ করে
গবেষক নিয়োগ দিয়ে
নিরীক্ষক নিয়োগ দিয়ে
সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করা
ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা
জালিয়াতি রোধ করা
ব্যয় নিয়ন্ত্রণ করা
ম্যাকগ্রোথ
এ, ডব্লিউ, জনসন
ফ্রান্সিস ডব্লিউ প্রিকলি
লুকা প্যাসিওলি
হিসাব তথ্যকে
হিসাববিজ্ঞানকে
নগদ প্রবাহ বিবরণীকে
আর্থিক অবস্থার বিবরণীকে
মূলধন গঠন
মেধাবীদের বৃত্তি প্রদান
দক্ষ শ্রমিকের বেতন বৃদ্ধি
পরিশ্রমী ব্যক্তিকে সম্মানী প্রদান
লেনদেনসমূহকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা
আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা
ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধ করা
সরকারকে সঠিকভাবে কর, শুল্ক, ভ্যাট প্রদান করা
আর্থিক অবস্থা জানতে সহায়তা করায়
ব্যবসায়ের সকল তথ্য পরিবেশন করায়
আর্থিক লেনদেন সুষ্ঠুভাবে সংরক্ষণের কারণে
ব্যবসায়ের মুনাফা বৃদ্ধিতে সহায়ক বলে
হিসাব কর্মকর্তা
শ্রমিক সংঘ
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
বিনিয়োগকারী
ঘরে দাগ কেটে
পাথরে চিহ্ন দিয়ে
মাটির দেয়ালে রং দিয়ে
রশিতে পিঁট দিয়ে
যমুনা ব্যাংক লি
স্কয়ার ফার্মেসি
বসুন্ধরা সিরামিক
বারডেম হাসপাতাল
বিনিময় প্রথা চালুর
মুদ্রা প্রচলনের
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির
হিসাব সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণের
কদায় হ্রাসের
ব্যয় নিয়ন্ত্রণের
মালিকানাস্বত্ব বৃদ্ধির
প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে
তথ্যব্যবস্থা
গণনা ব্যবস্থা
দু'তরফা দাখিলা
একতরফা দাখিলা
দ্বাদশ শতাব্দী
ত্রয়োদশ শতাব্দী
পঞ্চদশ শতাব্দী
সপ্তদশ শতাব্দী
একটি নতুন বিষয়
একটি পুরানো বিষয়
একটি আধুনিক বিষয়
প্রাচীন ও বৈচিত্র্যময়
ব্যবসায়ের চালিকাশক্তি
ব্যবসায়ের পরিভাষা
ব্যবসায়ের দর্পণ
ব্যবসায়ের ভাষা
অর্থনীতিকে
ব্যবস্থাপনাকে
হিসাববিজ্ঞানকে
কম্পিউটার বিজ্ঞানকে
প্রস্তুতকৃত বিবরণী ও প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায়
ব্যবসায়ীরা হিসাববিজ্ঞানের ভাষায় কথা বলে
হিসাববিজ্ঞান এক প্রকারের ভাষা
হিসাববিজ্ঞান ও ব্যবসায়ের সম্পর্ক নিবিড়
ব্যবসায়ের ভাষা
ব্যবসায়ের পরিভাষা
ব্যবসায়ের দর্পণ
ব্যবসায়ের চালিকাশক্তি
হিসাব দ্বারা নিট লাভ-ক্ষতি নির্ণয় করা যায়
সেই শান্ত যার দ্বারা আর্থিক কার্যাবলি সুষ্ঠুভাবে লিপিবন্ধ করা যায় এবং আর্থিক ফলাফল নির্ণয় করা যায়
সেই পদ্ধতি যার দ্বারা আর্থিক অবস্থা ভালো করা যায়
সেই হিসাব যার দ্বারা লাভ-ক্ষতি জানা যায়
ব্যবসায়ের আয়ের লিখিত হিসাব রাখা
ব্যবসায়ের খরচের হিসাব রাখা
ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরূপণ করা
ব্যবসায়ের সম্পদ ও দায়ের লিখিত হিসাব রাখা
সুনাম অর্জনে
মূলধন সংগ্রহে
মুনাফা অর্জনে
সিদ্ধান্ত গ্রহণে
ফলাফল নির্ণয়
লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
আর্থিক অবস্থা নিরূপণ
অর্থনৈতিক তথ্য পরিবেশন
আর্থিক অবস্থা নিরুপণ
আর্থিক লেনদেনগুলো ধারাবাহিকভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা
আর্থিক ফলাফল নির্ণয়
অর্থনৈতিক তথ্য পরিবেশন
লেনদেন সংঘটন
লেনদেন লিপিবদ্ধকরণ
লেনদেন শ্রেণিবন্ধকরণ
রেওয়ামিল প্রস্তুতকরণ
হিসাববিজ্ঞানের উদ্দেশ্য
হিসাববিজ্ঞানের আওতা
হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা
হিসাববিজ্ঞানের বিষয়বস্তু
লেনদেন লিপিবদ্ধকরণ ও শ্রেণিবদ্ধকরণ
আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ
আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ
দৈনিক বিক্রয়ের পরিমাণ নির্ণয়
অন্যতম প্রধান উদ্দেশ্য
সর্বপ্রথম উদ্দেশ্য
প্রধান উদ্দেশ্য
বিশেষ উদ্দেশ্য
অন্যতম প্রধান উদ্দেশ্য
মহৎ উদ্দেশ্য
বিশেষ উদ্দেশ্য
সাধারণ উদ্দেশ্য
লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
ব্যয় নিয়ন্ত্রণ
আর্থিক অবস্থা নিরূপণ
অর্থনৈতিক তথ্য পরিবেশন
অর্থনৈতিক তথ্য পরিবেশন
অর্থ আত্মসাৎ প্রতিরোধ
জনহিতকর ব্যয় সংকোচন
ব্যয় নিয়ন্ত্রণ
আর্থিক ফলাফল নির্ণয়
আর্থিক অবস্থা নির্ণয়
নগদ প্রবাহ নির্ণয়
হিসাব সমীকরণের প্রভাব নির্ণয়
ক্রয়-বিক্রয় কাজ সমাধা করার মাধ্যমে
লাভ-লোকসান নির্ণয়ের মাধ্যমে
কর্মচারীদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে
আর্থিক অবস্থা নিরূপণ করার মাধ্যমে
খরচের মাধ্যমে
ক্রয়ের মাধ্যমে
বিক্রয়ের মাধ্যমে
হিসাব রাখার মাধ্যমে
প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যায়
হিসাব বিশ্লেষণের মাধ্যমে
ধারে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে
ব্যবসায় প্রতিষ্ঠানের সুনামে
অসৎপথে উপার্জন করতে শেখায়
সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন পড়তে শেখায়
বেহিসাবী হতে শেখায়
উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে শেখায়
পণ্য নির্বাচনে
জালিয়াতি রোধে
লেনদেন লিপিবদ্ধকরণে
সিদ্ধান্ত গ্রহণে
লাভ-ক্ষতি নির্ণয় সম্ভব
সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করা সম্ভব
সম্পদ বৃদ্ধি করা সম্ভব
ব্যয় কমানো সম্ভব
লেনদেনের সঠিক লিপিবদ্ধকরণ
লেনদেন বিশ্লেষণ
সঠিক তথ্য যাচাই-বাছাইকরণ
আর্থিক কৌশল বিশ্লেষণ
আয়কর নির্ধারণের জন্য
লাভ-লোকসান নির্ণয়ের জন্য
আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য
আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য
আয় ও ব্যয় নির্ধারণ
আয় নিরূপণ ও কর নির্ধারণ
বাজেট বা পরিকল্পনা প্রণয়ন
আর্থিক অবস্থার উন্নয়ন
আয়-ব্যয় নির্ণয়
হিসাব সংরক্ষণ
মুনাফা নির্ণয়
আর্থিক অবস্থা বিশ্লেষণ
পণ্য নির্বাচনে
জালিয়াতি রোধে
লেনদেন লিপিবদ্ধকরণে
সিন্ধান্ত গ্রহণে
হিসাবের বই
হিসাবরক্ষণ পদ্ধতি
দক্ষ হিসাবরক্ষক
হিসাবের ধারাবাহিকতা
হিসাববিজ্ঞানের জ্ঞান
আমদানি-রপ্তানির নীতি
ব্যবসায়-বাণিজ্য নীতিমালা
সাধারণ শিক্ষার জ্ঞান
গাছের গায়ে, গৃহায় বা পাথরে চিহ্ন দিয়ে
ঘরের দরজায় দাগ কেটে
রশিতে গিঁট দিয়ে
কাগজ কলমে
খাতায় লিখে
ডেবিট-ক্রেডিট পদ্ধতিতে
গাছের গারে, সুহায় বা পাথরে চিহ্ন দিয়ে
বিনিময়ের মাধ্যমে
আধুনিক যুগে
সম্প্রতি
মানুষ যখন গুহায় বাস করে
প্রাচীন সময়ে
সভ্যতার সূচনা থেকে
অতি প্রাচীনকালে
শিল্পবিপ্লবের পর থেকে
কম্পিউটার আবিষ্কারের পর থেকে
ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে
দরজার পেছনে দাগ কেটে
মাটির দেয়ালে রং দিয়ে
কাঠের কাঠিতে সংকেত কেটে
গাছের গায়ে চিহ্ন দিয়ে
ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে
গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে
গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে
চিকিৎসক
বৈজ্ঞানিক
দার্শনিক/ধর্মযাজক
জ্যোতির্বিদ
হিসাববিজ্ঞানের ওপর
দুতরফা দাখিলার ওপর
গণিতশাস্ত্রের ওপর
দর্শনশাস্ত্রের ওপর
১৪৪১ খ্রিস্টাব্দ
১৩৯৪ খ্রিস্টাব্দ
১৪৯৪ খ্রিস্টাব্দ
১৪৪৯ খ্রিস্টাব্দ
এল, সি. রূপার
এ. ডব্লিউ. জনসন
লুকা প্যাসিওলি
আর. এন. কার্টার
দ্বাদশ শতাব্দী
ত্রয়োদশ শতাব্দী
পঞ্চদশ শতাব্দী
সপ্তদশ শতাব্দী
একাউন্টিং ইন দি এনসেন্ট ইতালিয়া
দি মডার্ন কনসেন্ট অন একাউন্টিং
সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা
একাউন্টিং ইন দি পাল্ট
একতরফা দাখিলা পদ্ধতি
একতরফা দাখিলা পদ্ধতির অসুবিধা
দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা
দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি
একতরফা দাখিলা পদ্ধতি
দুতরফা দাখিলা পদ্ধতি
তিন তরফা দাখিলা পদ্ধতি
হিসাব রাখার দক্ষতা
উইলিয়াম পিকলস
লুকা প্যাসিওলিও
আর.এন.কার্টার
অধ্যাপক ভট্টাচার্য
একতরফা দাখিলা পদ্ধতি
গণিত সম্পর্কে
হিসাবরক্ষণের দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি
কিছুই না
সভ্যতার সূচনাতে
কৃষিকাজ আরম্ভ করার পর
ব্যবসায়-বাণিজ্য শুরুর পর
বিনিময় প্রথা চালুর পর
বিনিময় প্রথা
মুদ্রার প্রচলন
প্রযুক্তির উন্নয়ন
নতুন পদ্ধতির প্রবর্তন
মুদ্রার প্রচলনের পূর্ববর্তী সময়ে
মুদ্রার প্রচলনের পরবর্তী সময়ে
কৃষিকাজ শুরুর সময়ে
সভ্যতার সূচনালগ্নে
অভ্যন্তরীণ ব্যবহারকারী
বাহ্যিক ব্যবহারকারী
উচ্চয়ই
কোনোটিই নয়
ব্যবস্থাপকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী
নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী
বর্তমান পাওনাদারগণ বহিঃস্থ ব্যবহারকারী
কর্মকর্তা ও কর্মচারী বহিল্লশ ব্যবহারকারী
শ্রমিক ব্যবস্থাপনা
ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা
বিশ্লেষণ ও মূল্যায়ন
সাংগঠনিক কাজ নির্ধারণ
ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করে
আমদানি বাণিজ্য লাভজনক হলে
রপ্তানি বাণিজ্যের হার বেশি হলে
ব্যবসায়িক সম্পর্ক অনুকূল হলে
পণ্যের সঠিক গুণাগুণ
বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার
শ্রমিকদের সন্তুষ্টি অর্জন
রাজস্ব পরিশোধ
ব্যাংকের নিকট
সরকারের নিকট
প্রতিষ্ঠানের নিকট
পরিচালকের নিকট
পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান
মোবাইল কোম্পানি
তেল কোম্পানি
টিভি নির্মাতারা
ব্যবসায়ের মালিক
ব্যবসায়ের হিসাবরক্ষক
সরকারের বিশেষ বাহিনী
ব্যবসায়ের মালিক ও হিসাবরক্ষক
প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
সমাজ ও পরিবেশের উন্নয়নে অর্থ বরাদ্দ করে তার যথাযথ হিসাব রাখার মাধ্যমে
মালিকপক্ষকে আর্থিক বিবরণী দেখানোর মাধ্যমে
আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে
পণ্যের মূল্য বেশি ধার্য করা
অতিরিক্ত পণ্য উৎপাদন করা
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দান
অতিরিক্ত মুনাফা অর্জন করা
ঋণখেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস করে
দেশপ্রেম বৃদ্ধি করে
কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস করে
উপরের সবগুলো
ন্যায়পরায়ণতা
আর্থিক প্রেরণা
সৃষ্ট বাজেট
হিসাব সচেতনতা
আর্থিক লেনদেনগুলো যথার্থভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে
আর্থিক সচ্ছলতা দ্বারা
ধর্মীয় অনুশাসন দ্বারা
সঞ্চয় প্রবণতা সৃষ্টির মাধ্যমে
হিসাবরক্ষণের
হিসাববিজ্ঞানের
হিসাব নথিভুক্তকরণের
অর্থশান্তের
ঋণগ্রহীতার ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি করে
নিয়মিত আয়কর পরিশোধ করে
হিসাবরক্ষণে হিসাববিজ্ঞানের নীতিমালা অনুসরণ করে
সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদের যথাযথ ব্যবহার করে
হিসাব সচেতনতা
হিসাবরক্ষণ
মিতব্যয়ী হওয়া
অর্থের যথার্থ ব্যবহার
হিসাববিজ্ঞানের উদ্দেশ্য
হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা
হিসাববিজ্ঞানের মূল্যবোধ
হিসাববিজ্ঞানের ভূমিকা
আর্থিক ক্ষেত্রে চরম বিশৃঙ্খলার জন্য
বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার হয়েছে কিনা
অর্জিত মুনাফা সঠিক কিনা
প্রাক্কলিত মুনাফার সঙ্গতি রক্ষা হয়েছে কিনা
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

জনাব মিজান একটি শিল্পপ্রতিষ্ঠানের হিসাবরক্ষক। তার প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত। প্রতিষ্ঠানের মুনাফা ও প্রত্যাশিত মুনাফার সংগতি রক্ষার জন্য তাকে জবাবদিহি করতে হয়।

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

আলফা ট্রেডার্সের ম্যানেজার জনাব শাওন, জনাব তপন কর্তৃক প্রস্তুতকৃত হিসাব প্রতিবেদন দেখে সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে জনাব সোহেলের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নিলেন।

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

জনাব আনিসুর রহমান মেসার্স কবীর ব্রাদার্স-এর দৈনন্দিন লেনদেন লিপিবদ্ধ করেন। তাছাড়া তিনি প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত খরচ নির্বাহ করার ক্ষমতা রাখেন। কিন্তু ব্যবসায়ের কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় মার্চ মাসে ৩,৮০০ টাকা খরচ হবে বলে তিনি ধারণা করছেন।

হিসাবরক্ষণ
টাকা-পয়সা জমা রাখা
ব্যয় নির্বাহ করা
আর্থিক অবস্থা নিরূপণ করা
সঞ্চয় প্রবণতায়
বাজেট প্রণয়নে
জবাবদিহিতায়
ব্যয় হ্রাসকরণে
নিজের খরচ করার সিদ্ধান্ত নেওয়া
মালিকের সাথে আলোচনা করা
ব্যয় নিয়ন্ত্রণ করা
অতিরিক্ত খরচ না করা
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

জনাব করিম একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার পরিবারের বিচ্ছি খরচ নির্বাহের জন্য গৃহকর্ত্রীকে মাসে ২.৫০০ টাকা প্রদান করেন। তিনি একজন কর্মচারীকে বেতন বাবদ মাসে ১,০০০ টাকা প্রদান করেন। ছেলের স্কুলের বেতন বাবদ ৫০ টাকা প্রদান করেন। তিনি ব্যবসায়ের যাবতীয় লেনদেনে হিসাববিজ্ঞানের যথাযথ প্রয়োগ নিশ্চিত করেন ও একটি নির্দিষ্ট সময় শেষে তার সকল আয়ব্যয়ের একটি তালিকা প্রস্তুত করেন ও লাভ-লোকসান নিরূপণ ও আর্থিক বিবরণী প্রস্তুত করেন।

দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ
একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ
আর্থিক ও অনার্থিক লেনদেন লিপিবদ্ধকরণ
যেকোনো লেনদেন লিপিবদ্ধকরণ

হিসাববিজ্ঞানের ধারণা

হিসাববিজ্ঞান এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি যেমন— খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলির ফলাফল জানা যায়। হিসাববিজ্ঞান বিষয়ে ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয়। এর ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে এবং এসব তথ্যাবলি ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। হিসাববিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাই হিসাববিজ্ঞানকে ‘ব্যবসায়ের ভাষা' বলা হয়।
হিসাববিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণিবদ্ধ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা যায়।

Content added By

হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা

১. লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই হিসাববিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা।
২. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করা সম্ভব।
৩. প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব।

৪. ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। হিসাববিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে।
৫. ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতারণা ও জালিয়াতি রোধে হিসাববিজ্ঞানের কোনো বিকল্প নেই। যথাযথ হিসাবরক্ষণের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি রোধের পাশাপাশি তা নিয়ন্ত্রণ করাও সম্ভব।
৬. আর্থিক তথ্যাবলি সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা।
৭. প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণীর তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি ও অবনতির বিভিন্ন দিক চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব।

৮. বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেমন- স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব ও সোসাইটিতে বিভিন্ন উৎস হতে অর্থের আগমন ও বহির্গমনের পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে এ সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা যায় ৷
৯. সরকার বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে এবং বিভিন্ন নিয়মিত ও উন্নয়নমূলক খাতে ব্যয় করে। সরকারের এসকল কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাববিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে।


তাছাড়া হিসাবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগে যেমন ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ, পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ, ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ ইত্যাদি। সুন্দর, সুশৃংখল ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম। যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো ও খারাপ দিকগুলো জানা যাবে না। সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব।

Content added || updated By

হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ

সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখত । এক সময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করল এবং কৃষিকাজ আরম্ভ করল। ঘরে দাগ কেটে এবং রশিতে গিঁট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখল। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসায়-বাণিজ্য শুরু হয়। ক্রয়-বিক্রয়, জমা-খরচ, দেনা- পাওনা এবং অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। ১৪৯৪ খ্রিষ্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ ‘সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা' নামে একটি গ্রন্থ লিখেন এবং এতে হিসাবরক্ষণের মূল নীতি “দুতরফা দাখিলা (Double Entry)” ব্যাখ্যা করা হয়।
সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসায়-বাণিজ্যের অগ্রগতি হয় এবং এরই ফলে হিসাববিজ্ঞানেরও উন্নতি হয়। ব্যবসায় যেমন ছোট থেকে বড় হতে থাকে তেমনি এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী ও অমুনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে হিসাববিজ্ঞানের উন্নতি সম্পর্কিত। বর্তমান কম্পিউটারের যুগে বড় বড় প্রতিষ্ঠানে হিসাবের বই হাতে লিখার পরিবর্তে কম্পিউটারে করা হয়। ফলে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা প্রতিষ্ঠানের পক্ষে সহজ হয়।

Content added By

হিসাব তথ্যের ব্যবহারকারী

হিসাববিজ্ঞানকে একটি “তথ্যব্যবস্থা” (Information System) নামে অভিহিত করা হয়। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করেই লেনদেনসমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়।


অভ্যন্তরীণ ব্যবহারকারী :
মালিক ও ব্যবস্হাপক : হিসাবরক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করেন। ব্যবসায়ের মালিক এবং তাঁর ব্যবস্থাপক এসব হিসাব বিবরণী থেকে ব্যবসায়ের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থার পরিমাণ ও পরিবর্তন জানতে পারেন। ফলে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারেন ।

বাহ্যিক ব্যবহারকারী :
১. ঋণ প্রদানকারী : প্রতিষ্ঠানকে ঋণ সরবরাহের পূর্বে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসায়ের যাবতীয় হিসাব পর্যালোচনা করেই ঋণ সরবরাহ করে থাকে।
২. সরকার : সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ের হিসাব হতে যথাযথভাবে শুল্ক, ভ্যাট, কর এবং আয়কর পরিশোধ করা হচ্ছে কি না, তা নিশ্চিত হতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন ।

৩. পাওনাদার : বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করেই সরবরাহকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করেন। সংরক্ষিত হিসাব হতে সহজেই এই ধারণা লাভ করা সম্ভব।
৪. কর্মচারী ও কর্মকর্তা : ব্যবসায়ের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণ তাদের প্রাপ্ত সুযোগ-সুবিধার যথার্থতা বিচার এবং ন্যায্য অংশ আদায়ের জন্য আর্থিক বিবরণীর সহায়তা গ্রহণ করে। এছাড়া হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী, ভোক্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসাব তথ্য ব্যবহার
করে থাকেন।

Content added || updated By

সমাজ ও পরিবেশের সাথে হিসাবব্যবস্থার সম্পর্ক

হিসাববিজ্ঞান শুধু মুনাফা নির্ণয়ের জন্যই ব্যবহার করা হয় না। মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক সমাজ এবং পরিবেশেরও যাতে কোনো রকম ক্ষতি না হয়, হিসাববিজ্ঞান সেদিকটিতেও অবদান রাখে। নিচের উদাহরণগুলো থেকে সমাজ ও পরিবেশ সম্পর্কে হিসাববিজ্ঞানের করণীয় বুঝা যাবে।

১. জলবায়ুদূষণ রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাববক্ষক তার হিসাব রাখবে এবং সে হিসাব থেকে বুঝা যাবে ব্যবসার মালিক সমাজ এবং পরিবেশ সম্পর্কে কতটুকু সজাগ। বিশেষ করে তেল কোম্পানিগুলো বায়ুদূষণ রোধে অনেক ব্যয় করে থাকে।

২. শিল্প-কারখানা থেকে নির্গত ধোঁয়া আশপাশের পরিবেশ ও মানবস্বাস্থ্যের ক্ষতি করে। ব্যবসায়ের মালিক ও হিসাবরক্ষককে এর প্রতিরোধে অর্থ খরচ করতে হয়, হিসাব রাখতে হয় এবং এ বিষয়ে সরকারের নিয়মনীতিকে অনুসরণ করে চলতে হয়।

৩. পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করা হয়, যথাসম্ভব কম বিদ্যুৎ খরচ করা হয়, যন্ত্রপাতির শব্দ কম হতে হয় এবং আবর্জনা সঠিক স্থানে ফেলতে হয়। এসব কাজ করার জন্য কিছু অর্থ খরচ হয়। হিসাবরক্ষককে এ খরচের জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি ব্যয় করা অর্থের যথাযথ হিসাব রাখতে হয় ।

৪. প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের জন্য কিছু খরচ করতে হয়, যেমন- গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান। এ জন্য প্রতিষ্ঠান বছরে কত টাকা খরচ করল তার হিসাব রাখতে হয়।

Content added || updated By

মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা

মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদণ্ড, যার দ্বারা মানুষ কোনো বিষয়ের ভালো-মন্দ বিচার করে ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে। নিচে মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞান কীভাবে সহায়তা করে তা ব্যাখ্যা করা হলো-


১. সততা ও দায়িত্ববোধের বিকাশ : হিসাবরক্ষণের ক্ষেত্রে হিসাববিজ্ঞানের রীতি-নীতি ও কলাকৌশল যথাযথভাবে অনুসরণ করা হলে আর্থিক দুর্নীতি, জালিয়াতি, সম্পদ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ থাকে এবং হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি পায়। আর বছরের পর বছর এর অনুসরণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায়িত্ববোধ বিকশিত হয়।

২. ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি : হিসাববিজ্ঞান ঋণগ্রহীতাদের মধ্যে ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি করে এবং তাদের মূল্যবোধ জাগ্রত করে। ফলে ঋণখেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস পায়।

৩. সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি : সরকারের আয়ের অন্যতম উৎসগুলো হচ্ছে ভ্যাট, কাস্টমস ডিউটি, আয়কর প্রভৃতি। হিসাববিজ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করা সম্ভব। ফলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পায় ৷


৪. জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ : সুষ্ঠু হিসাবব্যবস্থা প্রচলিত থাকলে সম্ভাব্য শাস্তি ও দুর্নামের ভয়ে প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে জালিয়াতি, তহবিল তছরুপ, প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের প্রবণতা হ্রাস পায় ৷

Content added || updated By

জবাবদিহিতায় হিসাববিজ্ঞান

কোনো কার্য সম্পাদনের দায়িত্ব সুনির্দিষ্ট হলে কাজের ফলাফলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য দায়ী করা যায়। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাই জবাবদিহিতা। এই জবাবদিহিতা কার্যক্রমকে গতিশীল রাখার ক্ষেত্রে হিসাববিজ্ঞানের ভূমিকা উল্লেখ করা হলো-

ক) ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা : আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় আয়, ব্যয় ও বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিগণকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, যাতে করে দায়িত্বপালনে পূর্ণ মনোযোগ প্রদান সম্ভব হয় এবং নির্দিষ্ট হিসাবকাল শেষে অর্পিত দায়িত্বের ফলাফল সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্নের জবাব প্রদানেও সক্ষম হয়।
খ) মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা : প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ ও ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিবর্গের এই মর্মে জবাবদিহি করতে হয় যে প্রস্তুতকৃত বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক চিত্র তুলে ধরা হয়েছে কি না, বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার কতটুকু নিশ্চিত হয়েছে, অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফার সংগতি রক্ষা হয়েছে কি না ইত্যাদি। এরূপ জবাবদিহিতার অনুপস্থিতিতে আর্থিক অনার্থিক সকল ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা ও অবনতি পরিলক্ষিত হয়।
গ) সরকারের নিকট জবাবদিহিতা : সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন নিয়মনীতি যথাযথভাবে পালন করে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কি না এবং যথাযথভাবে শুল্ক, ভ্যাট ও কর পরিশোধ করা হচ্ছে কি না তা দেখার অধিকার সরকারের সংশ্লিষ্ট পক্ষসমূহের রয়েছে। যথাযথ হিসাব সংরক্ষণের মাধ্যমে এই জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

Content added By

বহুনির্বাচনি প্রশ্ন

Please, contribute by adding content to বহুনির্বাচনি প্রশ্ন.
Content

সৃজনশীল প্রশ্ন

Please, contribute by adding content to সৃজনশীল প্রশ্ন.
Content
Promotion