Timeline

No answer found.
Earn by adding a description for the above question! 🏆✨ Provide correct answer/description to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans
ভোক্তা ও উৎপাদকের আচরণ

একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে তার চাহিদার শতকরা যে পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে।

8 months ago
ভোক্তা ও উৎপাদকের আচরণ

অর্থনীতিতে যোগান (Supply) ও মজুদ (Stock) দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়।
কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণ হলো মজুদ (Stock)। কিন্তু কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রেতা বিক্রয় করতে ইচ্ছুক, তাকে ঐ দ্রব্যের যোগান (Supply) বলে। মজুদের ধারণা যোগান অপেক্ষা বৃহৎ অথবা সমান। অর্থাৎ মজুদ > যোগান

8 months ago
ভোক্তা ও উৎপাদকের আচরণ

নিচে উদ্দীপকের তথ্যের আলোকে মোট উপযোগ নির্ণয় করার জন্য একটি তালিকা তৈরি করা হলো-
বিভিন্ন একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ যোগ করে মোট উপযোগ পাওয়া যায়। অর্থাৎ TU মোট উপযোগ এবং MU প্রান্তিক উপযোগ হলে, TU = EMU = MU₁ + MU2+...+ MU
মোট উপযোগ সূচি:

দ্রব্য ভোগের একক

প্রান্তিক উপযোগ (MU) (টাকায়)

মোট উপযোগ (TU = Σ(MU) (টাকায়)

১ম

80

80

২য়

60

140

৩য়

40

180

৪র্থ

20

200

৫ম

0

200

৬ষ্ঠ

-20

180

তালিকায় দেখা যায়, প্রথম একক ভোগের জন্য প্রান্তিক উপযোগ ৪০ একক এবং মোট উপযোগও ৪০ একক। ভোগের পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হলে ভোগের ৪র্থ এককে প্রান্তিক উপযোগ যখন 20 তখন মোট উপযোগ সর্বোচ্চ 200 এবং ভোগের ৫ম এককে প্রান্তিক উপযোগ (০) শূন্য হয়। এরপর ভোগ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় এবং মোট উপযোগ হ্রাস পায়।

8 months ago
ভোক্তা ও উৎপাদকের আচরণ

উদ্দীপকের আলোকে সম্পূর্ণকৃত তালিকা ('গ' নং) হতে নিচে রেখাচিত্র অঙ্কন করে প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হলো।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে লক্ষ করা যায়, প্রথমে TU ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং MU শূন্য হলে TU সর্বোচ্চ হয়। পরবর্তীতে MU ঋণাত্মক হলে TU কমতে থাকে।

প্রদত্ত তালিকাটি (গ নং-এ) সম্পূর্ণ করে লক্ষ করা যায়, ১ম একক হতে মোট উপযোগ ৪০ একক, যা পাশের চিত্রে এ বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক হতে মোট উপযোগ যথাক্রমে 140, 180, 200, 200 ও 180 একক। যা চিত্রে যথাক্রমে b, c, d, e ও। বিন্দু দ্বারা নির্দেশিত। এখন এই বিন্দুগুলো যোগ করে TU রেখা পাওয়া যায়। অনুরূপভাবে a,b1 c1 d1 ও e1 f1 বিন্দুগুলো যোগ করে MU রেখা পাওয়া যায়। উপরের চিত্রে লক্ষ করা যায়, ৪র্থ এককের পূর্ব পর্যন্ত TU ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে এবং MU কমতে থাকে। ৫ম এককে যখন MU শূন্য হয় তখন TU সর্বোচ্চ হয়। আবার, ৫ম এককের পরে যখন MU ঋণাত্মক হয়, তখন TU কমতে থাকে।

8 months ago
ভোক্তা ও উৎপাদকের আচরণ
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...