অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা - গৌতম বুদ্ধের মহাজীবন | | NCTB BOOK
13
13

শূন্যস্থান পূরণ কর :

১. শিশুটি ___ হয়েই সাত পা হেঁটে সামনে গেল।

২. এমন সময় একটি হাঁস তাঁর সামনে এসে ___।

৩. সিদ্ধার্থ গৌতম বাল্যকালে অত্যন্ত ___ ছিলেন।

8. ___ দুঃখ কীভাবে দূর করবেন নীরবে বসে ভাবতেন ।

৫. নবজাত শিশুকে এক পলক ___ করে গৃহত্যাগ করেন।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর :

বামডান

১. সিদ্ধার্থ গৌতম বাল্যকালে

২. তিনি সব সময় নির্জনে বসে

৩. সারথি ছন্দক

৪. সিদ্ধার্থের গৃহত্যাগের

৫. এ আসনে আমার

৬. সিদ্ধার্থ গৌতম সর্ব তৃষ্ণা ক্ষয়

১. অশ্ব সাজিয়ে আনল ৷

২. সংবাদ সকলকে জানাল।

৩. রক্ত-মাংস শুকিয়ে যাক।

৪. করে বোধিজ্ঞান লাভ করেন।

৫. অত্যন্ত মেধাবী ছিলেন।

৬. চিন্তামগ্ন থাকতেন।

৭. সফরে গেলেন।

 

নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :

১. সিদ্ধার্থ গৌতমের বাল্যকালে কী কী নাম ছিল ? 

২. সিদ্ধার্থ গৌতম বুকে তীরবিদ্ধ হাঁসটিকে কী করলেন ? 

৩. সিদ্ধার্থ গৌতম বাল্যকালে কোন কোন বিদ্যা শিক্ষা করেন? 

৪. পাপমতি মার সিদ্ধার্থ গৌতমকে কীভাবে আক্রমণ করল? 

৫. পঞ্চবর্গীয় শিষ্যদের নাম লেখ। 

৬. বুদ্ধ পরিনির্বাণের সময় আনন্দকে উদ্দেশ করে কী উপদেশ দেন ?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১. সিদ্ধার্থ গৌতমের বাল্য জীবনের একটি ঘটনা বর্ণনা কর। 

২. সিদ্ধার্থ গৌতমের গৃহত্যাগের বর্ণনা দাও। 

৩. সুজাতার পায়সান্ন দানের বিবরণ দাও । 

৪. সিদ্ধার্থ গৌতমের বুদ্ধত্ব লাভের ঘটনা বর্ণনা কর।

৫. বুদ্ধের ধর্মচক্র প্রবর্তনের বর্ণনা দাও।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion