অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা - ত্রিপিটক পরিচিতি : অভিধর্ম পিটক | | NCTB BOOK
13
13

শূন্যস্থান পূরণ কর :

১. অভিধর্ম পিটক ত্রিপিটকের ___ বিভাগ ৷

২. বুদ্ধের মহাপরিনির্বাণের ___ পর প্রথম সংগীতি অনুষ্ঠিত হয়।

৩. কথাবথুকে বৌদ্ধধর্ম দর্শন সম্পর্কিত ___ বলা হয়।

৪. মোগ্গলিপুত্ত তিষ্য স্থবির ___ রচনা করেন।

৫. যমক শব্দটি ___ অর্থে ব্যবহৃত হয়েছে।

৬. পট্ঠান শব্দের অর্থ ___ বা ___।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর :

বামডান

১. সাধারণ মানুষের মুখের

২. বুদ্ধের শিষ্যরা তাঁর উপদেশসমূহ

৩. বুদ্ধের পরিনির্বাণের তিন মাস পর

৪. বুদ্ধ কালজ্ঞ, সর্বজ্ঞ ও

৫. ধাতুকথা বৌদ্ধধর্মের

৬. ধর্মসঙ্গনির বিষয়বস্তু

১. প্রথম সংগীতি অনুষ্ঠিত হয়।

২. অন্যতম দর্শনশাস্ত্র ।

৩. ভাষা ছিল পালি ।

৪. মুখস্থ করে রাখতেন।

৫. ত্রিলোক জ্ঞানসম্পন্ন ছিলেন।

৬. চিত্ত হলো মানুষের মন।

৭. দর্শনতাত্ত্বিক ও বিশ্লেষণমূলক।

 

নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :

১. ত্রিপিটক কয় ভাগে বিভক্ত ও কী কী ? 

২. নবাঙ্গ সথুসাসন বলতে কী বোঝ? 

৩. অভিধর্ম পিটককে সপ্তপ্রকরণ বলা হয় কেন ? 

৪. পঞ্চস্কন্ধ কী কী? 

৫. অভিধর্ম পিটকের চারটি প্রধান আলোচ্য বিষয় কী কী? 

৬. কখন ত্রিপিটক পূর্ণাঙ্গ সংকলন ও লিপিবদ্ধ করা হয়?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১. অভিধর্ম পিটকের গ্রন্থগুলোর নাম লিখে যেকোনো দুটি গ্রন্থের বর্ণনা দাও। 

২. ধর্মসঙ্গনি ও বিভঙ্গ গ্রন্থের সংক্ষিপ্ত বর্ণনা দাও ৷ 

৩. পুগ্‌গল শব্দের অর্থ কী? এ গ্রন্থের বিশেষত্ব কী ? 

৪. কথাবন্ধু গ্রন্থ কে রচনা করেন? এ গ্রন্থের বিশেষত্ব কী? 

৫. পঠান শব্দের অর্থ কী? এ গ্রন্থের মূল বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা কর। 

৬. যমক কাকে বলে? যমক গ্রন্থের বিষয়বস্তু সংক্ষেপে লেখ ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

প্রথম সংগীতি
তৃতীয় সংগীতি
দ্বিতীয় সংগীতি
চতুৰ্থ সংগীতি
Promotion