১. অর্জিত জ্ঞানকে বাস্তবে …………………………. করতে হয়।
২. উদারতা মানবচরিত্রকে …………………………. করে।
৩. সৎসাহস …………………………. বাড়ায়।
8. পরমতসহিষ্ণুতা সমাজে …………………………. প্রতিষ্ঠার অন্যতম উপাদান।
৫. 'মাদক সেবন মহাপাপ'-এ ধর্মীয় অনুশাসন …………………………. চলব।
ডান পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে বাম পাশের সাথে মিল কর:
বাম পাশ | ডান পাশ |
১. ধর্ম কেবল আনুষ্ঠানিকতায় ২. উদার চরিত্রের ব্যক্তিদের কাছে ৩. পরোপকার করার মধ্যে এক ধরনের ৪. মাদক সেবন করলে | আত্মতৃপ্তি আছে নানারকমের রোগ হয় অন্যতম উৎস পৃথিবীর সকলেই ইষ্টকুটুম সীমাবদ্ধ নয় |
নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও
১. 'নৈতিক শিক্ষা ধর্মীয় শুভ চেতনাকে জাগ্রত করে'- উক্তিটি দৃষ্টান্ত দিয়ে ব্যাখ্যা কর।
২. উদারতার ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা কর।
৩. কীভাবে পরোপকার করা যায়? দৃষ্টান্ত সহকারে ব্যাখ্যা কর।
8. ন্যায় প্রতিষ্ঠায় সৎসাহসের গুরুত্ব দৃষ্টান্তসহ ব্যাখ্যা কর।
৫. মাদক সেবনে দেহের কী ক্ষতি হতে পারে?
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও
১. ধর্ম ও নৈতিক শিক্ষার পারস্পরিক সম্পর্ক উদাহরণসহ ব্যাখ্যা কর।
২. সমাজ ও ব্যক্তিজীবনে উদারতা অনুশীলনের প্রভাব বিশ্লেষণ কর।
৩. সমাজজীবনে পরোপকারের উপায় চিহ্নিত করে প্রয়োগ দেখাও।
8. মাদক সেবনের আর্থ-সামাজিক প্রভাব বিশ্লেষণ কর।
১. আত্মত্যাগের নৈতিক চেতনাকে কী বলে?
ক. পরোপকার
খ. উদারতা
গ. সত্যবাদিতা
ঘ. কর্তব্যনিষ্ঠা
২. সৎসাহস বলতে বোঝায় -
i. কোনো কাজে ভয় না-পাওয়া
ii. জীবনের ঝুঁকি নিয়ে বিপদ মোকাবেলা করা
iii. দুর্বলের পক্ষে ন্যায়ের জন্য লড়াই করা।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩. 'যত মত, তত পথ'- এটি কার বাণী?
ক. শ্রী রামচন্দ্র
খ. শ্রী রামকৃষ্ণ
গ. শ্রী বিজয় কৃষ্ণ
ঘ. শ্রী রামপ্রসাদ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
সাধন মুখার্জী গত দুর্গোৎসবে বিজয়াদশমীর দিন মধ্যাহ্নভোজে গ্রামের সকল স্তরের মানুষকে নিমন্ত্রণ করেন এবং তাদের সাথে বসে তিনিও আহার করেন। এতে প্রতিবেশি সুখেন চক্রবর্তী মুগ্ধ হয়ে তার আচরণ অনুশীলনে উদ্বুদ্ধ হন।
8. সাধন মুখার্জীর আচরণে কোন গুণটি প্রকাশ পেয়েছে?
ক. ক্ষমা
খ. সৎসাহস
গ. উদারতা
ঘ. পরোপকার
৫. উক্ত গুণটির অনুশীলনে সুখেনের করণীয়। -
ক. ভুলের জন্যে কাউকে শাস্তি না- দেওয়া
খ. জীবনের ঝুঁকি নিয়ে বিপদ মোকাবেলা
গ. সকল মানুষকে সমান মর্যাদা প্রদান
ঘ. পরের মঙ্গলে স্বার্থ ত্যাগ।
১। শ্বশুর-শাশুড়ি, দেবর-ননদ, ছেলে-মেয়ে নিয়ে পূরবী দত্তের সুখের সংসার। তার স্বামী প্রবাসে চাকুরি করেন। তিনি অত্যন্ত ধৈর্য সহকারে সংসারের সকল দায়িত্ব পালন করেন। তিনি পরিবারের বিভিন্ন কাজ যেমন- সন্তানের শিক্ষা, সম্পদ ক্রয়-বিক্রয়, বিবাহ প্রভৃতি ক্ষেত্রে সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেন। এতে পরিবারের সবাই তাকে পছন্দ ও শ্রদ্ধা করে।
ক. ধর্মের কয়টি লক্ষণ রয়েছে?
খ. 'ধর্ম হচ্ছে নৈতিক শিক্ষার একটি উপায়'- ব্যাখ্যা কর।
গ. পূরবী দত্তের চরিত্রে যে নৈতিক গুণটি ফুটে উঠেছে- তা নৈতিক মূল্যবোধ শিক্ষার আলোকে ব্যাখ্যা কর।
ঘ. পরিবার ও সমাজে শৃঙ্খলা আনয়নে উক্ত গুণটির ভূমিকা মূল্যায়ন কর।