অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা - পালি বর্ণমালা ও ভাষার উৎস | | NCTB BOOK
11
11

শূন্যস্থান পূরণ কর :

১. এ সমস্ত বিহারে বিভিন্ন ___ সংমিশ্রণ আছে।

২. যে ভাষায় বুদ্ধবাণী ___ হয়েছে সেটাই পালি ।

৩. একসময় উত্তর ভারত ___ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।

৪. এ বিহারগুলোতে পালি ভাষার ___ হয়।

৫. পালি প্রথমে কথ্যভাষা ছিল, পরে ___ ভাষার রূপ নেয়।

৬. বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণকে ___ বলা হয়।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর :

বামডান

১. তাঁর প্রচারিত ধর্মবাণী

২. এ সমস্ত বিহারে বিভিন্ন

৩. এ ক্ষেত্রে সংস্কৃতের চেয়ে

৪. এসব অঞ্চলের ভাষা পালির সাথে

৫. আ ঈ ঊ এ ও-

৬. সংস্কৃত ও বাংলা ভাষায়

১. বাংলার সম্পর্ক পালির বেশি।

২. ওতপ্রোতভাবে জড়িত।

৩. এ পাঁচটি দীর্ঘস্বর।

৪. স্বরের সংখ্যা বেশি।

৫. ত্রিপিটকে লিপিবদ্ধ আছে।

৬. জাতির সংমিশ্রণ আছে।

৭. উচ্চারণে কোনো প্রভেদ নেই।

 

নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :

১. ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর কী কী ? 

২. প্রাচীন ভারতের চারটি বৌদ্ধ বিহারের নাম লেখ। 

৩. পালি ভাষায় অক্ষর বা বর্ণের সংখ্যা কত ? 

৪. পালি স্বরবর্ণে কোন বর্ণগুলো ব্যবহার হয় না? 

৫. অল্পপ্রাণ বলতে কী বোঝ? 

৬. পালিতে ব্যঞ্জনবর্ণ কয়টি?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১. পালি ভাষার উৎপত্তি সম্পর্কে লেখ। 

২. পালি বর্ণমালার বৈশিষ্ট্য আলোচনা কর । 

৩. পালিতে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি ও কী কী? 

৪. প্রথম পঁচিশটি পালি বর্ণের পাঁচটি বিভক্তকরণ দেখাও। 

৫. পালি ও বাংলা শব্দের একই রূপের বারোটি শব্দের একটি তালিকা তৈরি কর। 

৬. পালি বর্ণমালা সম্পর্কে একটি ধারণা দাও ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

মধ্য ভারতীয় আর্য ভাষা
প্রাচীন ভারতীয় আর্য ভাষা
নব্য ভারতীয় আর্য ভাষা
ভারতীয় দ্রাবিড় ভাষা
Promotion