অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা - ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান | | NCTB BOOK
6
6

শূন্যস্থান পূরণ কর :

১. বৌদ্ধরা ___ প্রবর্তিত ধর্মের অনুসারী।

২. বৌদ্ধ ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মধ্যে ___ অন্যতম।

৩. ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমার ___ গ্রহণ করতে হয় ৷

৪. শ্রমণদের জন্য দশ শীল এবং ___ সেখিয়া ধর্ম রয়েছে।

৫. গৃহী বৌদ্ধদেরও ___ তাৎপর্য উপলব্ধি করা উচিত।

৬. ___ বছরের কম বয়সে উপসম্পদা লাভ করা যায় না। 

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর :

বামডান

১. বৌদ্ধরা বুদ্ধের

২. বিভিন্ন ধর্মীয় উৎসব

৩. সংঘদান করলে

৪. একই বিহারে বছরে একবারের বেশি

৫. ভিক্ষুদের ব্যবহার্য যেকোনো একটি

৬. ছেলে-মেয়েরা সারাদিন

১. মহাফল লাভ হয়।

২. কঠিন চীবর দানোৎসব হতে পারে না ।

৩. প্রবর্তিত ধর্মের অনুসারী ।

৪. অনুষ্ঠানের দ্বারা মনে শ্রদ্ধা উৎপন্ন হয়।

৫. চীবর দিয়ে কঠিন চীবর দানোৎসব করা যায় ৷

৬. সীমাঘর প্রয়োজন হয়।

৭. আনন্দ উৎসবে বিভোর থাকে।

 

নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও :

১. কী কর্মের দ্বারা মন হতে পাপ দূরীভূত হয় ? 

২. ভগবান বুদ্ধ কাকে বিশুদ্ধ ক্ষেত্র বলেছেন? 

৩. কোন পূর্ণিমা তিথিতে ভিক্ষুরা আপত্তি দেশনা করেন ? 

৪. ভিক্ষুদের কী মোচনের জন্য ক্ষমা চাওয়া উচিত? 

৫. একই বিহারে বছরে একবারের বেশি কোন উৎসব হতে পারে না? 

৬. ‘পৰ্ব্বজ্জা’ শব্দের অর্থ কী? 

৭. শ্রমণেরা কয়টি সেখিয়া ধর্ম পালন করে ?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১. বৌদ্ধরা কী কী ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করে তার নাম উল্লেখ কর। 

২. ধর্মীয় উৎসব-অনুষ্ঠানের সুফল কী বর্ণনা কর । 

৩. সংঘদান অনুষ্ঠানের নিয়ম বর্ণনা কর। 

৪. কঠিন চীবর দানের মনোজ্ঞ বর্ণনা দাও ৷ 

৫. ‘প্রব্রজ্যা’ শব্দের অর্থ কী? কীভাবে প্রব্রজ্যা গ্রহণ করতে হয়? 

৬. শ্রমণ ও উপসম্পদার মধ্যে পার্থক্য দেখাও ৷

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

অর্থ প্রভাবে
মানুষের প্রভাবে
পুণ্যের প্রভাবে
কর্মের প্রভাবে
শ্রমণকে
ভিক্ষুকে
উপাসক-উপাসিকাকে
বালক-বালিকাকে
Promotion