পার্ক ভরেন্ডিং কাজ করার সময় সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। এ বিষয়ে অবহেলা করলে বা কাজের সমর অসাবধান হলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই ভরেন্ডিং করার সময় যে সব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তার একটি তালিকা নিম্নে উল্লেখ করা হলো।
৬) আর্ক ওয়েল্ডিং করার সময় চোখ ও মুখমণ্ডলের সুরক্ষার জন্য অবশ্যই পাশের চিত্রের ন্যায় ফেস-শিশু ব্যবহার করতে হবে। খালি চোখে কখনই ধরেন্ডিং করা উচিত নয়, এতে ব্যবহারকারীর চোখ নষ্ট হবে। অন্ধ হয়ে যেতে পারে ।
৭) আর্ক ওয়েল্ডিং করার সময় পাশের চিত্রের ন্যায় হাতে রাবার প্রোভস্ এবং গারে অ্যাপ্রোন পরে ওয়েন্ডিং কাজ করতে হবে।
৮) ওয়েন্ডিং কাজ শুরু করার আগে মেশিনের সাথে আর্থিং বা গ্রাউন্ড সংযোগ দিয়ে নিতে হবে।
৯) কাজ শুরু করার আগে মেশিনের সাথে সংযুক্ত সকল ক্যাবল সংযোগ ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে কোথাও কোনো দূর্বলতা বা চিলা আছে কিনা ।
১০) বৈদ্যুতিক মেইন সুইচ কাছাকছি স্থানে রাখা উচিৎ, যাতে কাজের সময় যে কোনো জরুরি প্রে মেইন সুইচ বন্ধ করা যায়।
১১) ইলেকট্রোড লাইনের সাথে দূর্বল ক্যাবল ব্যবহার করা যাবে না। সব সময় সঠিক মানের মোটা ক্যাবল ব্যবহার করতে হবে।
১২) ওয়েল্ডিং ইলেকট্রোডকে হোল্ডারের সাথে মজবুতভাবে আটকিয়ে নিয়ে ওয়েন্ডিং কাজ করতে হবে।
১৩) সদ্য ওয়েন্ডিং করা স্থানে কখনো হাত দিতে নেই। হাত দিলেই হাত পুড়ে যাবে।
১৪) ওয়েন্ডিং করা স্থানে চিপিং অথবা গ্রাইভিং করার সময় চোখে নিরাপদ চশমা বা সেফটি গগলস হা করতে হবে।
১৫) ওয়েল্ডিং কাজের কাছাকাছি স্থানে কোনো দাহ্য পদার্থ রাখা উচিত নয়।
১৬) নিরাপত্তার জন্য ওয়েন্ডিং কক্ষে অগ্নিনির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশার মজুদ রাখা উচিত।
১৭) ওয়েল্ডিং কক্ষে প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি বা ফার্স্টএইড বক্স প্রস্তুত রাখা উচিত।
১৮) বদ্ধ কক্ষে ওয়েন্ডিং করা উচিত নয়। কক্ষে প্রচুর বাতাস চলাচলের ব্যবস্থা রাখা উচিত।