পয়েন্টিং এক প্রকার আর্ট বা প্রসেস, যার সাহায্যে ইট বা পাথরের দেয়ালের বাইরের পাশের জোড়াগুলো ১ থেকে ২ সেমি গভীরতায় রেকিং করে ভালো গুণ সম্পন্ন মসলা দিয়ে কাঙ্ক্ষিত আকারে ঢেকে দেয়া হয়। এতে জোড়াগুলো আবহাওয়াজনিত কারণে নষ্ট হয় না। পয়েন্টিং সাধারণত দেয়ালের বাইরের পাশে করা হয়।
পয়েন্টিং-এর উদ্দেশ্য:
পয়েন্টিং সাধারণত: আট প্রকার। যেমন-
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. পয়েন্টিং কী?
২. চারটি পয়েন্টিং-এর নাম লিখ।
৩. ফ্লাশ পয়েন্টিং করার উদ্দেশ্য কী?
৪. রিসেসড পয়েন্টিং-এর চিত্র অঙ্কন কর।
সংক্ষিপ্ত প্রশ্ন
১. পয়েন্টিং-এর উদ্দেশ্য কী?
২. পয়েন্টিং কত প্রকার ও কী কী?
৩. গ্রুভড ও বিডেড পয়েন্টিং-এর পার্থক্য কী?
৪. ভী ও ওয়েদারড পয়েন্টিং-এর পার্থক্য কী?
রচনামূলক প্রশ্ন
১. বিভিন্ন প্রকার পয়েন্টিং-এর চিত্রসহ নাম লিখ ।
২. বিভিন্ন প্রকার পয়েন্টিং-এর ব্যবহার বর্ণনা কর ।
৩. চিত্রসহ স্ট্রাক ও টাক পয়েন্টিং-এর পার্থক্য বর্ণনা কর ।
Read more