একটি সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করা বা রেখার উপরে লম্ব বিখন্ডক টানা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK
  • AB একটি সরল রেখা দেয়া আছে। একে সমদ্বিখণ্ডিত করতে হবে।
  • A B বিন্দুতে AB রেখার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে রেখাটির উপরে ও নিচে উভয় পাশে দুটি করে চারটি বৃত্তচাপ অঞ্চল করতে হবে।
  • চাপসমূহ X ও Y বিন্দুতে ছেদ করে।
  • X Y বিন্দু দুটি সরল রেখা দিয়ে যোগ করলে রেখাটি AB রেখাটিকে C বিন্দুতে ছেদ করে।
  • এখন AB রেখাটি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে বা AB রেখার উপর XC নব দ্বিখন্ধিক তৈরি হবে।

চিত্র: একটি সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করা বা রেখার উপরে লম্ব দ্বিখণ্ডিক অংকন - ১ম পদ্ধতি

  • সেট স্কয়ারের সাহায্যে AB রেখার উপর ৩০° কোণে A B বিন্দুতে একই দিকে দুটি কৌশিক রেখা অঙ্কন করতে হবে।
  • রেখা দুটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে সেট স্কয়ারের সাহায্যে AB রেখার উপর লম্ব রেখা XC অন করতে হবে।
  • এখন AB রেখাটি C বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে বা AB রেখার উপর X লম্ব বিখণ্ডক তৈরি হবে

চিত্র: একটি সরল রেখাকে সমন্বিধিক করা যা রেখার উপরে লম্ব দ্বিখন্ডক অঙ্কন ২য়- পদ্ধতি

Content added || updated By

আরও দেখুন...

Promotion