একটি সরল রেখাকে কয়েকটি সমান অংশে বিভক্ত করা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK
  • AB একটি সরল রেখা দেয়া আছে। একে কয়েকটি সমান অংশে মনে করি পাঁচটি অংশে বিষক্ত করতে হবে।
  • AB সরল রেখার A বিন্দুতে যে কোনো কোনে একটি রেখা AX আঁকতে হবে।
  • A রেখা থেকে যে কোনো জানা মাপ (মনে করি ২ সেমি) করে সমান পাঁচটি অংশ কেটে নিতে হবে।
  • মনে করি সমান পাঁচটি অংশ AX রেখাটিকে a, b, c, d, e, বিন্দুতে ছেদ করবে।
  • এবার eB সরল রেখা দিয়ে যোগ করতে হবে।
  • eB রেখার সমান্তরাল করে a, b, c, d, বিন্দুসমূহ থেকে রেখা টানতে হবে।
  • সমাজরাল রেখাসমূহ AB রেখাকে যথাক্রমে a', b', c' ঐ', বিন্দুতে ছেদ করে ।
  • উচ্চ বিন্দুসমূহই AB রেখাকে সমান পাঁচটি অংশে বিভক্ত করে

চিত্র: একটি সরল রেখাকে কয়েকটি সমান অংশে বিভক্ত করা

Content added || updated By

আরও দেখুন...

Promotion