সরল রেখার উপরে নির্দিষ্ট কোনো একটি বিন্দুতে লম্ব অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
  • AB একটি সরল রেখা দেয়া আছে। AB সরল রেখার নির্দিষ্ট বিন্দু C তে অঙ্ক করতে হবে।
  • C বিন্দুতে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে।
  • বৃাপটি AB রেখার ও b বিন্দুতে ছেদ করবে।
  • এবার a ও b বিন্দু থেকে একই ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তচাপের উপর দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে।
  • বৃত্তচাপ দুটি অঙ্কিত বৃত্তচাপের উপর cd বিন্দুতে ছেদ করবে
  • c d বিন্দু থেকে একই ব্যাসার্ধ নিয়ে একই দিকে আবার দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে।
  • বৃত্তচাপ দুটি বিন্দুতে ছেদ করবে।
  • eC সরল রেখা দিয়ে যোগ করলে AB রেখার উপর C বিন্দুতে লম্ব তৈরি হবে।

চিত্র: সরল রেখার উপরে নির্দিষ্ট কোনো একটি বিন্দুতে লম্ব অঙ্কন

Content added By
Promotion