এলএলপি পাম্প অথবা লো-লিফ্ট পাম্প ভূ-পৃষ্ঠস্থ পানির টকা যেমন- নদ-নদী, খাল-বিল ইত্যাদি হতে এ লো লিফ্ট পাম্প দ্বারা পানি উত্তোলন করা হয় এবং পানির লেবেল যেখানে কম সেখানে পানি উত্তনের জন্য এই পাম্প ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কম উচ্চতায় বা কাছাকাছি দূরত্বে পানি সরবরাহ করতে এলএলপি পাম্পের ব্যবহার সবচেয়ে বেশি । বিশেষ করে কৃষি কাজে ফসলের জমিতে সেচ দেওয়ার জন্য অল্প গভীরতা থেকে পানি
এই পাম্প দ্বারা উত্তোলন করা হয়। ছোট কৃষি কাজে ছোট ছোট জমিতে অল্প সেচ প্রদানের কাজে লো- লিফট পাম্পের ব্যবহার সবচেয়ে বেশি। তাই সেচের ক্ষেত্রে এই পাম্প কৃষকের কাছে সব চেয়ে বেশি জনপ্রিয় ।
লো-লিফট পাম্পের বিভিন্ন অংশ :
ক) বাকেট
খ) ডায়াফ্রাম
গ) পিস্টন
ঘ) প্লাজ্ঞার
ঙ) চেক ভাল্ব