ওয়েল্ডিং এর শ্রেণি বিভাগ (Classification of Welding)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ওয়েল্ডিং-
এর বিভিন্ন শ্রেণি বিভাগ করা যায়। নিম্নে ওয়েল্ডিং-এর বিভিন্ন বিষয় ভিত্তিক শ্রেণি বিভাগ দেখানো হলো। 

ক) তাপের উৎসের ভিত্তিতে শ্রেণি বিভাগ 
তাপের উৎসের ভিত্তিতে ওয়েল্ডিংকে প্রধানত দুটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। যেমন- 
১) আর্ক ওয়েল্ডিং ( Arc Welding) 
২) গ্যাস ওয়েল্ডিং (Gas Welding ) 

খ) পদার্থের উপর চাপের ভিত্তিতে ওয়েন্ডিং-এর শ্রেণি বিভাগ 
পদার্থের উপর চাপের ভিত্তিতে ওয়েল্ডিংকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেমন- 
১) ফোর্ড ওয়েল্ডিং বা প্রেসার ওয়েল্ডিং (Forge Welding) 
২) নন-প্রেসার বা ফিউশন ওয়েল্ডিং (Fusion Welding) 

গ) মেটালজিক্যাল বৈশিষ্টের ভিত্তিতে ওয়েল্ডিং-এর শ্রেণি বিভাগ 
মেটালার্জিক্যাল বৈশিষ্টের ভিত্তিতে ওয়েল্ডিংকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। যেমন- 
১) অক্টোজেনাস ওয়েল্ডিং (Autogenous Welding) 
২) হোমোজেনাস ওয়েল্ডিং (Homogenous Welding) 
৩) হেট্রোজেনাস ওয়েল্ডিং (Hetrogenous Welding )

ফ্লাক্স ও ফ্রান্সের কাজ বা ব্যবহার 
ফ্লাক্স :
ফ্লাক্স এক ধরনের রাসায়নিক পদার্থ যা ওয়েল্ডিং এর সময় জবে অক্সিজেনের যৌগ গঠন বাধা প্রদান করে এবং অন্যান্য ক্ষতিকারক বিক্রিয়া হতে জবকে রক্ষা হবে। নিখুঁত এবং দ্রুত ওয়েল্ডিং-এর জন্য এর প্রয়োজনীয়তা অপরিসীম।
বাজারে প্রচলিত বিভিন্ন প্রকারের ফ্লাক্স পাউডার, পেস্ট, কঠিন এবং তরল আকারে পাওয়া যায়। এদের কতকগুলো জোড়া স্থানের ক্ষয় করে, কতগুলো জোড়াস্থানের কম ক্ষয় করে, অথবা কতকগুলো ক্ষয় করে না ।

ফ্লাক্সের কাজ বা ব্যবহার : 

১. ওয়েল্ডিং এর সময় ফ্লাক্স বহুবিধ কাজ করে যেমন ফ্লাক্স ওয়েন্ডিং জোড়ার চারদিকে এমন গ্যাসীয় আবরণ সৃষ্টি করে যাতে জোড়া স্থানে বায়ুর অক্সিজেন ক্ষতিকারক অক্সাইড তৈরি করতে পারে না। 

২. জব এবং ফিলার মেটানকে দ্রুত গলাতে সাহায্য করে । 

৩. ধাতুমল তৈরিতে সহায়তা করে। 

৪. ভালো পেনিটেশন অর্থাৎ জবের দুই প্রাপ্ত গলে একটির মধ্যে আর একটি প্রবেশ করাতে সহায়তা করে যাতে জোড়ার শক্তি বেশি হয়। 

৫. ফ্লাক্স ওয়েল্ড করা স্থানে স্লাগের আবরণ সৃষ্টি করে যা জোড়াস্থানকে ধীরে ধীরে ঠাণ্ডা হতে সহায়তা করে; ফলে জোড়াস্থান নমনীয় হয় এবং এর শক্তি বেশি হয়। 

৬. ফ্রান্স ব্যবহারের ফলে গলিত ধাতু জবের চারিদিকে ছড়িয়ে পড়ে না তাই জোড়াস্থানে সুন্দর হয় । 

৭. ফ্লান্ত মূল ধাতু, ফিলার মেটাল অর্থাৎ ওয়েল্ডিং-এর সময় জোড়াস্থানে যে মেটাল দেওয়া হয়, তাকে ভালোভাবে গালিয়ে সঠিকস্থানে পৌঁছে দিতে সহায়তা করে । 

৮. ওয়েল্ড মেটাল বা রানিং বিডের সৌন্দর্য ও খাঁটিত্ব রক্ষা করে ।

ফ্লাক্স মেটেরিয়ালস :
 ফ্লাক্স হিসেবে ব্যবহৃত হয় এরূপ রাসায়নিক পদার্থের নাম নিচে দেওয়া হলো- 
১। বোরাক্স, 

২। বোরিক অ্যাসিড, 

৩। ফসফেট, 

৪। ম্যাগনেসিয়াম সিলিকেট, 

৫। লিথিয়াম ক্লোরাইড, 

৬ পটাসিয়াম ক্লোরাইড, 

৭। চুন ইত্যাদি।

আর্ক ওয়েন্ডিং (Arc Welding) 
বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বা বিদ্যুৎ ঝলকানির মাধ্যমে সৃষ্ট উত্তাপে ধাতু গলিয়ে জোড়া লাগানোর পদ্ধতিকে আর্ক ওয়েন্ডিং ( Arc Welding) বলে।

Content added By
Promotion