কাটিং টুল পরিচিতি

এসএসসি(ভোকেশনাল) - জেনারেল মেকানিক্স- ১ - জেনারেল মেকানিক্স -১ | | NCTB BOOK

জব বা কার্যবস্তু থেকে অপ্রয়োজনীয় ধাতু বা পদার্থকে অপসারণ করে প্রত্যাশিত আকার দিতে সাহায্যে করে। কাটিং টুলের দেহ বা বডিকে শ্যাঙ্ক বলে, শ্যাঙ্কের শেষ প্রান্তেই কাটিং অংশ থাকে। কাটিং টুলগুলি হীরা (Diamond), উচ্চ গতির ইস্পাত (High Speed Steel), সিমেন্টেড কার্বাইড (Cemented Carbide), সারমেট (Cermet), সিরামিক্স (Ceramics) ইত্যাদি পদার্থ দ্বারা তৈরি হয়ে থাকে। 

২.১.১ কাটিং টুলের শ্রেণি

কাটিং টুলকে কাটিং এজ বা কাটিং পয়েন্টের উপর ভিত্তি করে দু'ভাগে ভাগ করা যায়। যেমন-

• সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল

• মাল্টি-পয়েন্ট কাটিং টুল।

২.১.২ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল

সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলে একটি মাত্র কাটিং এজের মাধ্যমে কার্যবস্তু থেকে ধাতু অপসারণ করা যায়। যেমন- শেয়ার টুল, লেদ টুল, প্লেনার টুল ইত্যাদি। কার্যবস্তুর ধাতুকে অপসারণের উপর ভিত্তি করে কাটিং টুলকে পাঁচ ভাগে ভাগ করা যায় । যেমন-

• টার্নিং টুল (Turning Tool )

• শেপিং টুল (Shaping Tool )

• প্লানিং টুল (Planning Tool)

• স্লটিং টুল (Slotting Tool )

• বোরিং টুল (Boring Tool )

চিত্র-২.১ বিভিন্ন প্রকার কাটিং টুল

যন্ত্রাংশ বা সরঞ্জাম বিবেচনায় আরো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস আছে। যেমন-

• ফ্লাই কাটার (Fly Cutter)

• শিয়ার্স  (Shears)

• শিপস  (Snips)

• ওয়েলডার্স  (Welders)

• এজ চামফারিং কাটিং টুল (Edge Chamfering Cutting Tool) ইত্যাদি।

কার্যবস্তুতে প্রয়াজনীয় আকৃতি প্রদানের ভিত্তিতে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলসকে পাঁচ ভাগে ভাগ করা যায়-

• সাইড কাটিং টুল (Side Cutting Tool)

• গ্লুডিং টুল (Grooving Tool )

• থ্রেড  টুল (Thread Tool)

• ফরম টুল ( Form Tool)

• ভি-টুল (V- Tool)

চিত্ৰ-২.৩ বিভিন্ন পয়েন্ট টুল

মাস্টিপয়েন্ট কাটিং টুল

মাল্টিপয়েন্ট কাটিং টুলে দুই বা দু'য়ের অধিক কাটিং এজ থাকে, যা একই সাথে কার্যবস্তু থেকে ধাতু অপসারণ করে। যেমন- মিলিং কাটার, ড্রিল বিট, গ্রাইন্ডিং হুইল ইত্যাদি

মেশিনের উপর ভিত্তি করে মাল্টিপয়েন্ট কাটিং টুলকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যেমন-

মিলিং কার্টার (Milling Cutter)

• রিমার (Reamer )

• ব্রোচ (Broach)

• গ্রাইন্ডিং হুইল (Grinding Wheel)

• হােন (Hone)

চিত্র-২.৪ বিভিন্ন প্রকার মাল্টিপরেন্ট কাটিং টুলসমূহ

যন্ত্রাংশ বা সরঞ্জাম বিবেচনায় মাল্টিপয়েন্ট কাটিং টুলস। যেমন-ড্রিল (Drill), চপ'স (Chop Saw), গ্রাইন্ডার (Grinder), রোটারি কার্টার (Rotary Cutter),সেন্টার ড্রিলস (Centre Drills), কাঁচি (Scissors), রিমার (Reamer), সীম রিপার (Seam Ripper) ইত্যাদি।

কাটিং টুলের গতি বিবেচনা করে তিন ভাগে ভাগ করা যায়- 

1. সরল রৈখিক গতি (Linear Motion )- Lathe Tools, Brooches

2. ঘুর্ণায়ন গতি (Rotary Motion ) - Milling Cuttons, Grinding Wheels

3. সরল রৈখিক ও ঘুলীয়ন গতি (Linear and Rotary Motion ) - Drills, Taps ইত্যাদি।

Content added || updated By
Promotion