কোনো ফসলে কখন কতটুকু পানি সরবারহ প্রয়োজন: When crops need much water supply)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

ফসলের জমিতে কখন কতটুকু পানি সরবরাহ করা প্রয়োজন তা তিনটি বিষয়ের ওপরে নির্তনশীল । যেমন- 
১। ডিউটি (Duty) 
২। ডেল্টা (Delta) ও 
৩। বেজ প্ৰিয়ড (Base Priod )

ডিউটি (Duty)
জমির পরিমাণ এবং প্রয়োগকৃত সেচ পানির আয়তনের অনুপাত বা সম্পর্ককে ডিউটি বলে। জমির পরিমাণ বা ক্ষেত্রফল হেক্টরে এবং পানির আয়তন কিউবিক মিটার/সেকেন্ডে প্রকাশ করা হলে ডিউটি হবে- হেক্টর/কিউমেক। অর্থাৎ প্রতি সেকেন্ডে এক কিউবিক মিটার হারে সম্পূর্ণ বেইস পিরিয়ডব্যাপী সেচ পানি সরবরাহ করা হলে যত হেক্টর জমির সফল পরিপক্ক করা যাবে তাকে ডিউটি বলে । উদাহরণস্বরূপ, কোনো ফসলে প্রতি সেকেন্ডে এক কিউবিক মিটার হারে ফসলে পুরো বেইস পিরিয়ড (B) ব্যাপী সেচ পানি সরবরাহ করা হলো, তাতে ২০০ হেক্টর জমির ফসল পরিপক্ক করা সম্ভব হল। তাহলে, ঐ ফসলের ডিউটি হলো 'B' দিনের বেইস পিরিয়ডে প্রতি কিউমেকে ২০০ হেক্টর। অন্য কথায়, ২০০ হেক্টর/কিউমেক, B দিনের বেইস পিরিয়ডের জন্য। ডিউটিকে নানাভাবে প্রকাশ করা হয়ে থাকে- 
১। ক্ষেত্রফলে একক প্রতি প্রবাহের হার (হেক্টর/কিউমেক, একর/কিউমেক) 
২। প্রবাহের একক প্রতি জমির ক্ষেত্রফল (কিউমেক / হেক্টর, কিউমেক/একর) 
৩। পানির গভীরতার এককে (সেন্টিমিটার, মিটার, ইঞ্চি, ফুট)। 

ডেল্টা (Delta) : 
কোনো একটি ফসলে মোট প্রয়োজনীয় পানির পরিমাণ গভীরতার এককে প্রকাশ করা হয়। এই গভীরতাকে ডেল্টা বলে। একে সেন্টিমিটার বা মিটার অথবা ইঞ্চি বা ফুটে প্রকাশ করা হয়। ফসল রোপণ থেকে শুরু করে কর্তন বা উত্তোলন পর্যন্ত ফসলের চাহিদা অনুযায়ী পানি দিতে হয়। ফসলের বাড়ন্ত বা বাড়তি বিভিন্ন সময়ে পানির চাহিদাও বিভিন্ন থাকে । তবে ফসলের মোট জীবনকালে যে পরিমাণ পানির প্রয়োজন হয় তার মোট গভীরতাকে ডেল্টা বলে । সেচ পানি সরবরাহের যে স্থানে তা মাপা হয় অথবা হিসাব রাখা হয় তাকে এই স্থানের ডেল্টা বলে । যেমন মাঠ পর্যায়ের ডেল্টা, পাম্প পর্যায়ের ডেল্টা, খাল পর্যায়ের ডেল্টা ইত্যাদি। ডেল্টাকে গ্রিক অক্ষর A দ্বারা প্রকাশ করা হয় । ধরা যাক কোনো একটি ফসল রোপনের পরে ৫ সেন্টিমিটার, দ্বিতীয়বারে ৮ সেন্টিমিটার, তৃতীয় বারে ৭ সেন্টিমিটার, চতুর্থবারে ৬ সেন্টিমিটার এর শেষ বারে ৫ সেন্টিমিটার, পানি সেচ দেওয়া হল । তাহলে, এই ফসলের ডেল্টা হবে ৫+৮+৭+৬+৫ = ৩১ সেন্টিমিটার অথবা ০.৩১ মিটার ।

নিচের তালিকায় কয়েকটি প্রধান ফসলের ডেল্টা লক্ষ্য কর : 
ধান - ১২০ সেন্টিমিটার (৪৮ ইঞ্চি) 
তুলা ৫০ সেন্টিমিটার (২২ ইঞ্চি)
আখ - ৪০ সেন্টিমিটার (৪৮ ইঞ্চি) 
গম - ১২০ সেন্টিমিটার (১৬ ইঞ্চি) 
ভূট্টা ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি)

বেইস পিরিয়ড (Base period) 
কোনো ফসলে প্রথম সেচ ও শেষ সেচ প্রদানের মধ্যবর্তী সময়কে বেইজ পিরিয়ড বলে ফসলের বীজ বপনের বা চারা রোপণের কিছুদিনের মধ্যে সর্বপ্রথম সেচ দিতে হয়। এরপর কিছুদিন পরপর এবং ফসল তোলার কিছু আগে সেচ দিতে হয় । এই সর্বপ্রথম ও সর্বশেষ সেচের মধ্যে মোট যতদিন অতিবাহিত হয়, তাকে বেইজ পিরিয়ড বলে। উদাহরণস্বরূপ কোনো কোনো জাতের ধানের বেইজ পিরিয়ড ১১০ দিন। আবার, কোনো কোনো জাতের গমের বেইড পিরিয়ড ১২০ দিন বেইজ পিরিয়ডকে B দ্বারা চিহ্নিত করা হয়।

Content added By
Promotion