চিংড়ির পিএল অভ্যস্থকরণের দক্ষতা অর্জন

এসএসসি(ভোকেশনাল) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
20
20

পারদর্শিতার মানদন্ড

  • স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা ও শোভন পোষাক পরিধান করা।
  • প্রয়োজন অনুযায়ী কাজের স্থান ও পরিবেশ তৈরি করা।
  • কাজের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত উপকরণ নির্বাচন ও সংগ্রহ করা।
  • পানিতে ডুবানোর পর পিএইচ পেপার খুব সতর্কতার সাথে পিএইচ স্কেলের সাথে মিল করা। 
  • কাজ শেষে ব্যবহৃত যন্ত্রপাতি যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংরক্ষণ করা।
  • কাজ শেষে অব্যবহৃত মালামাল উপযুক্ত স্থানে সংরক্ষণ করা।
  • কাজের শেষে চেক লিষ্ট অনুযায়ী ব্যবহৃত টুলস ও যন্ত্রপাতি নির্ধারিত স্থানে সংরক্ষণ করা।

 

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

ক্রম

নাম

স্পেসিফিকেশন

সংখ্যা

০১মাস্কতিন স্তর বিশিষ্ট১ টি 
০২হ্যান্ড গ্লোভস্মাঝারি মাপের১ জোড়া 
০৩চশমা (গগলস)মানসম্পন্ন১ টি 
০৪গামবুটরাবারের তৈরি১ জোড়া 
০৫গামছামাঝারি সাইজের১ টি 
০৬ছাতা/রেইনকোটমানসম্পন্ন (দেশি/বিদেশি) ১ টি 

 

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট, মেশিন)

ক্রম

যন্ত্রপাতির নাম

স্পেসিফিকেশন

পরিমাণ

০১অ্যালুমিনিয়ামের হাড়িমাঝারি মাপের (২০ লিটার)১ টি
০২থার্মোমিটারমানসম্পন্ন১ টি
০৩রিফ্লাক্টোমিটারমানসম্পন্ন১ টি
০৪বালতিমাঝারি মাপের (২০ লিটার)২ টি

(গ) প্রয়োজনীয় উপকরণ

ক্রম 

নাম

স্পেসিফিকেশন

সংখ্যা 

০২টিস্যু পেপার কিচেন টিস্যু প্যাকেট১ টি 
০৩খাতা৪০-৫০ পৃষ্ঠা১ট 
০৪পেন্সিল২ বি১ট 

 

(ঘ) কাজের ধারা

১. প্রয়োজনীয় উপকরণসহ সুরক্ষা পোষাক পরিধান করে নির্ধারিত নার্সারি পুকুরে গমন করো।

২. পরিবহণ ব্যাগ বা পাতিলে আনা চিংড়ির পিএল ঠান্ডা স্থানে রাখ ।

৩. পোনা ছাড়ার পূর্বে ঘেরের পানির তাপমাত্রা ও লবণাক্ততা এবং পলিথিনের ভেতরের পানির তাপমাত্রা ও লবণাক্ততা পরীক্ষা করো।

৪. অতঃপর পলিথিন ব্যাগগুলো মুখ আটকানো অবস্থায় পানিতে ভাসিয়ে দাও এবং উপর থেকে দু'হাত দিয়ে বৃষ্টির মতো করে অন্তত ১০ মিনিট পানি ছিটাও।

 ৫. পলিথিনের মুখ খুলে ভাঁজ করো এবং মুখ খোলা অবস্থায় উপর থেকে পলিথিনগুলোর মুখে দু'হাত দিয়ে বৃষ্টির মতো করে অন্তত ৩০ মিনিট পানি ছিটাতে থাক। ফলে ধীরে ধীরে পলির ভেতর ও বাইরের পানির অবস্থা (লবণাক্ততা, তাপমাত্রা ইত্যাদি) সমপর্যায়ে চলে আসবে এবং পোনাগুলো নতুন পানির সাথে অভ্যস্থ হয়ে যাবে।

৬. উন্মুক্ত পলিথিন কাত করে তার মধ্যে কৃত্রিম স্রোতধারা দাও, ফলে স্রোতের বিপরীত দিকে পোনা বেরিয়ে আসবে।

৭. পুরো কার্যক্রমটি ধৈর্য্য সহকারে করো এবং গৃহীত কার্যক্রমটি ব্যবহারিক খাতায় লিপিবদ্ধ করো।

 

সতর্কতা

  • পিএল ছাড়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন দুই পানির তাপমাত্রার ব্যবধান ১ থেকে ২ ডিগ্রি সে.- এর বেশি না হয়। 
  • পিএল অভ্যস্থকরণ প্রক্রিয়াটি অত্যন্ত স্পর্শকাতর বিধায় খুবই সতর্কতার সাথে এবং একটু বেশি সময় নিয়ে করা উচিৎ।
  • নার্সারি পুকুর আয়তনে বড় অর্থাৎ মোটামুটি ১০ শতাংশের অধিক হলে কয়েকটি স্থানে পিএল অবমুক্ত করতে হবে।
  • মেঘলা দিনে বা প্রখর রৌদ্রের সময় পিএল ছাড়া যাবে না।

 

আত্মপ্রতিফলন

চিংড়ির পিএল অভ্যস্থকরণের দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

Content added By
Promotion