মিসেস রেহানা বেসরকারি অফিসের কর্মকর্তা। তিনি এমন ধরনের বিমা করতে চান যাতে প্রিমিয়ামের পরিমাণ বেশি হলেও তিনি বা তার মনোনীত ব্যক্তি নির্দিষ্ট সময়ের পরে নিশ্চিতভাবেই অনেক টাকা পাবেন। এর সাথে বিভিন্ন ঝুঁকিও অন্তর্ভুক্ত করা যাবে।
মি. দাস বেসরকারি প্রতিষ্ঠানে ছোট চাকরি করেন। পেনশন সুবিধা না থাকায় তিনি একটা বৃত্তি বিমাপত্র সংগ্রহ করেছেন। যেখানে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সময় পর্যন্ত পেনশনের মত টাকা পাওয়া যায়। কম প্রিমিয়াম দিতে হচ্ছে জন্য তিনি সন্তুষ্ট।
মি. সমীর ও মি. গওহর দু'জন অংশীদার। একটা বিমাপত্রের অধীনে তারা দু'জনের জীবন বিমা করতে চান। এ ধরনের বিমাপত্রে প্রিমিয়ামের হার যেমনি কম তেমনি নবায়নযোগ্য।
Read more