টুইল উইভ

এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

টুইল উইভ এর সংজ্ঞা (Definition of twill weave) 
যে উইভ কাপড়ের উপরিভাগ টানা বা পড়েন ভাসা (Float) অথবা টানা পড়েন সম বা অসম কতগুলো কোণাকুণি শিররেখা (Diagonal line) দ্বারা দৃষ্ট হয় তা-ই টুইল উইভ (Twill weave)।

টুইল উইভের প্রধান বৈশিষ্ট্য হলো কাপড়ের উপর কোণাকুনি রেখার দৃষ্টিগোচর হওয়া । এই কোণাকুনি রেখা ডান থেকে বামে ও বাম থেকে ডানে চলতে থাকে। ডিজাইন অনুযায়ী কাপড়ের উপরের পার্শ্বে অর্থাৎ ফেইস সাইডে ডিজাইনটি ফুটে ওঠে এবং উল্টো পার্শ্বে অর্থাৎ ব্যাক সাইডেও এই কোণাকুনি রেখা দৃশ্যমান। তবে ডিজাইন হুবহু ফুটে উঠে না । এই ডিজাইনের প্রস্তুতকৃত কাপড় খুব ওজন বিশিষ্ট ও বেশ খাপি বা দৃঢ় হয় । অধিকাংশ স্যুটিং ও প্যান্টের কাপড় টুইল উইভ দ্বারা তৈরি হয়। টুইলে বিভিন্ন ডিজাইন অনুযায়ী মাঝে মাঝে টুইল রেখার দিক পরিবর্তন করে ইচ্ছেমতো হেরিংবোন, জিগজ্যাগ ইত্যাদি ডিজাইনে কাপড় প্রস্তুত করা হয়ে থাকে । টুইল উইভ হলো দ্বিতীয় প্রাথমিক বেসিক উইভ।

টুইল উইভ এর বৈশিষ্ট্য (Characteristic of twill weave) 
১. এ জাতীয় কাপড়ের উপরিভাগে টানা ও পড়েন ভাসা অথবা টানা পড়েন সম বা অসম ভাসা কতগুলো কোণাকুনি শিররেখা দৃষ্ট হয়, এটিই টুইল কাপড়ের প্রধান বৈশিষ্ট্য । 
২. টুইল রেখা ক্রমাগত ডান থেকে বামে ও বাম থেকে ডানে চলতে থাকে 
৩. তিন বা ততোধিক ঝাঁপে টুইল প্রস্তুত করা হয় । 
৪. টুইলের ক্ষুদ্রতম ডিজাইন হলো ৩×৩

৫. টুইল উইভের ক্ষেত্রে প্রধানত স্ট্রেইট ড্রাফট ব্যবহার হয়ে থাকে । 
৬. টুইল উইভ তৈরি করতে কমপক্ষে তিনটি টানা পড়েন সুতার প্রয়োজন হয় । 
৭. অলঙ্ককরণ ও বেশি ওজনের বৈশিষ্ট্যের জন্য টুইল উইভ বহুল ব্যবহার হয়। 
৮. কোন কোন ক্ষেত্রে টুইল লাইন ডান অথবা বাম থেকে গতি পরিবর্তন করে নির্দিষ্ট নিয়মে Sinistrally এবং Dextrally উভয় দিকে প্রসারিত হয় । 
৯. টুইল উইভ দ্বারা প্রস্তুতকৃত কাপড়ের ব্যবহার বহুবিধ।

টুইল উইভের শ্রেণি বিভাগ (Classification of Twill weave) - 
টুইল উইভকে বিভিন্নভাবে শ্রেণি বিভাগ করা যায়: 
১. টুইল দিকের উপর নির্ভর করে টুইল উইভকে দুই ভাগে ভাগ করা যায়- 
ক. জেড টুইন্স (Z - Twill) 
খ. এস টুইল (S - Twill)

২. টুইল রেখার প্রকৃতির উপর নির্ভর করে টুইল উইভকে চারভাগে ভাগ করা যায়:- 
ক. ওয়ার্স টুইল (warp twill) 
খ. ওয়েফট টুইল (Weft twill) 
গ. এক্সপ্যান্ডেড টুইল (Expanded twill) 
ঘ. মালটিপল টুইল (Muliple twill)

এক্সপ্যান্ডেড টুইল (Expanded Twill) এবং মালটিপল টুইল (Muliple Twill)

৩. টুইল ডিজাইনে সুতা ভাসার উপর ভিত্তি করে টুইল উইভকে তিনভাগে ভাগ করা যায় 
ক. ওয়ার্প ফেইসড্ টুইল (Warp faced Twill) 
খ. ওয়েফট ফেইসড্ টুইল (Weft faced Twill) 
গ. ডাবল ফেইসড্ টুইল (Double faced Twill)

টুইল উইডের ডেরিভেটিভসমূহ (Derivatives of Twill weave) 
টুইল উইভের মূল নীতির উপর ভিত্তি করে গঠিত ডেরিভেটিভসমূহ নিচে উল্লেখ করা হলো । 
১. জিগজ্যাগ, ওয়েভড়, পয়েন্টেড টুইল (Zigzag, Waved, Pointed, Twill) 
২. হেরিংবোন টুইল (Herrinbone Twill) 
৩. ডায়মন্ড ডিজাইন (Diamond design)
৪. ডায়পার ডিজাইন (Diaper design) 
৫. ব্রোকেন টুইল (Broken Twill) 
৬. স্টেপড টুইল (Sepped Twill) 
৭. ট্রান্সপোজড বা রি-অ্যারেঞ্জ টুইল (Transposed or Re-arranged Twill) 
৮. ইলংগেটেড টুইল (Elongated Twill) 
৯. শেডেড টুইল (Shaded Twill) 
১০. কার্ভড টুইল (Curved Twill) 
১১. কম্বাইন্ড টুইল (Combined Twill) 
১২. ডয়াগোনাল টুইল (Diagonal Twill)

টুইল কাপড়ের মান (Quality of Twill Fabric) 
১. কাপড়ের মূল্য অনেক বেশি। 
২. কাপড়ের শক্তি তুলনামূলক বেশি। 
৩. কাপড়টি খাপি অথচ টেকসই হয়। 
৪. কাপড় অত্যাধিক ভারী ও শক্ত হয়। 
৫. টুইল কাপড় তুলনামূলক মসৃণ । 
৬. ইঞ্চি প্রতি টানা ও পড়েন সুতা বেশি থাকার কারণে উৎপাদন খরচ অনেক বেশি। 
৭. বর্তমান বিশ্বে চাহিদা অনেক বেশি । 
৮. একদিকে রঙিন ও অন্যদিকে সাদা সুতা দ্বারা টুইল কাপড়ে বৈচিত্র্য আনা যায় । 
৯. টানায় নীল ও পড়েনে সাদা সুতা দ্বারা ডেনিম কাপড় বুনন করা যায় । 
১০. টুইল ডিজাইন দ্বারা বিভিন্ন ধরনের টাওয়েল বা গামছাও তৈরি করা যায় । 
১১. টুইল ডিজাইন দ্বারা গ্যাবার্ডিন ও গ্যাবার্ডিন ফ্লানেলও তৈরি করা হয় । 
১২. উৎপাদিত কাপড়ের কখনও কখনও উভয় পার্শ্ব ব্যবহার করা চলে। 
১৩. টুইল কাপড় খুব দৃঢ় হয় । 
১৪. টুইস্ট এর ধরন এবং টুইল লাইনের উপর টুইল কাপড়ের বৈচিত্র্য অনেকাংশে নির্ভরশীল ।

টুইল উইভের ব্যবহার 
০ সাটিং, স্যুটিং 
০ ফার্নিশিং ক্লথ 
০ বিছানার চাঁদর 
০ গ্যাবার্ডিন জাতীয় কাপড় 
০ বিভিন্ন পোশাকের ইন্টারলাইমিং 
০ ডেনিম, ড্রিল ক্লথ, মিলিটারি বা চৌকিদারি পোশাক, ইত্যাদি ।

Content added By

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 
১. টুইল উইভ বলতে কী বুঝায়? 
২. টুইল উইভের প্রধান বৈশিষ্ট্য কী লেখ? 
৩. টুইল উইভের ক্ষুদ্রতম ডিজাইন কত ঘরে লেখ?
৪. ওয়ার্প টুইল কী? 
৫. সর্বনিম্ন কতটি ঝাপে টুইল প্রস্তুত করা হয়? 

সংক্ষিপ্ত প্রশ্ন 
১. টুইল উইভের শ্রেণি বিভাগ কর? 
২. টুইল উইভের ডেরিভেটিভসমূহের নাম লেখ?
৩. টুইল উইভের ক্ষেত্রে প্রধানত কি ধরনের ড্রাফ্ট ব্যবহার হয়ে থাকে?
৪. টুইল উইভের ডিজাইনে সুতা ভাসার উপর ভিত্তি করে টুইল উইভকে কত ভাগে ভাগ করা যায় তার নাম লেখ?

রচনামূলক প্রশ্ন 
১। টুইল উইভের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর?
২। টুইল উইভের ডেরিভেটিভসমূহের নাম লেখ ও যে কোন এক প্রকার চিত্রসহ বর্ণনা কর?
৩। টুইল কাপড়ের মান ( Quality of Twill fabric) বর্ণনা দাও?
৪.                   5        মুডে ১০ x ১০ ঘরে একটি টুইল ডিজাইন আঁক এবং রিপিট চিহ্নিত কর?
৫.                                     মুডে ১২ × ১২ ঘরে একটি টুইল ডিজাইন কর?

Content added || updated By
Promotion