সাধারণত বয়ন পদ্ধতি টানা ও পড়েনের বন্ধনী বা ইন্টারলেসমেন্টের মাধ্যমে সৃষ্টি হয়। ওভেন পদ্ধতিতে দুই সারি সুতা থাকে, এক সারি টানা সুতা এবং অপর সারি পড়েন সুতা। পড়েন সুতা সাটেল (Shuttle) এর মাধ্যমে পার্ণ এর সাথে থাকে। কাপড় বুননের জন্য শুধু পড়েন সুতা সেডের মধ্যে চলাচল করে। কিন্তু টানা সুতাগুলো সারিবদ্ধভাবে একের পর এক সাজানো থাকে সেড গঠনের জন্য সম্পূর্ণ টানা সুতাগুলোকে কমপক্ষে দুই ভাগে ভাগ করা হয়, এক ভাগ বা অংশ যখন উপরে ওঠে তখন অন্য ভাগ বা অংশ নিচে নেমে সেড গঠন করে। টানা সুতাগুলো উপরে উঠানো বা নিচে নামানোর জন্য ঝাপ বা হিল্ড শ্যাফট (Heald shaft) এর সাহায্য নেওয়া হয় । ঝাঁপে অনেক ‘ব’ চক্ষু (Mail eye) থাকে যার মধ্যে দিয়ে টানা সুতা প্রবেশ করিয়ে বাঁধা হয়। নিম্নের চিত্রে ঝাঁপ ও 'ব' চক্ষু দেখানো হলো।
ড্রাফটিং প্লানের সংজ্ঞা
ঝাঁপে অনেক 'ব' (Heald wire) থাকে এবং প্রতিটি হিল্ড ওয়ারের মাঝখানে একটি ছিদ্র থাকে যাকে 'ব' চক্ষু বা Mail eye বলে । প্রত্যেকটি 'ব' চক্ষুর মধ্য দিয়ে নির্দিষ্ট টানা সুতা প্রবেশ করানো হয় । বিয়ে অবস্থিত টানা সুতাগুলো ডিজাইন অনুযায়ী ড্রইং হুকের মধ্য দিয়ে টানা হয় । যে পদ্ধতিতে নির্দিষ্ট নিয়মে টানা সুতা (Warp thread) ঝাঁপের 'ব' চক্ষুতে গাঁথা হয় তাকে ড্রাফটিং বলে ।
তাঁতে কি ধরনের ডিজাইন উৎপন্ন হবে তা মূলত নির্ভর করে ড্রাফটিং এর উপর । তাঁতে বিম মাউন্টিং করার পূর্বে একটি স্ট্যান্ডে উইভারস্ বিমকে স্থাপন করা হয় এবং প্রয়োজনীয় সংখ্যক ঝাঁপ ও রীড (Reed) স্ট্যান্ডে রাখা হয় । ডিজাইন অনুসারে স্ট্যান্ডের দুই পার্শ্বে দুইজন অভিজ্ঞ শ্রমিক থাকে যারা ড্রাফটিং ও ডেন্টিং এর কাজ সম্পন্ন করে । দুজনের মধ্যে যিনি সঠিক সুতা নির্বাচন করতে পারেন তাকে রিচার (Reacher) বলে এবং যিনি হুকের সাহায্যে সুতাকে 'ব' চক্ষু ও রিডের ডেন্টের এর মধ্যে দিয়ে প্রবেশ করান তাকে ড্রয়ার (Drawer) বলে । তাঁতে কাপড় বুননের পূর্বে ড্রাফটিং ও ডেন্টিং একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য কাজ ।
সাধারণত একজন অভিজ্ঞ শ্রমিক ডিজাইনের কাগজ দেখেই বলে দিতে পারেন তাতে উঠানোর পূর্বে ড্রাফটিং এর জন্য কতগুলো ঝাঁপের প্রয়োজন হবে। প্রতিটি উইভ এ মূল ডিজাইন, ড্রাফটিং প্লান ও লিফটিং প্লান ইত্যাদির ডিজাইন করা থাকে।
ডিজাইনে রিপিট অনুযায়ী পরিকল্পনা করে কতগুলো ঝাঁপ এর প্রয়োজন হবে তা নির্দিষ্ট করা হয়। উইভ অনুসারে টানা সুতাগুলোকে কয়টি ঝাঁপে এবং কোন ঝাঁপের কোন 'ব' চক্ষুর মধ্যে দিয়ে টানা সুতাগুলোকে প্রবেশ করাতে হবে তা ছক কাগজের যে পরিকল্পনা অনুযায়ী প্রকাশ করা হয় তাকে ড্রাফটিং প্লান (Drafting plan) বলা হয়। নিচের চিত্রে কয়েকটি ড্রাফটিং প্লান দেখানো হলো
ড্রাফটিং প্লান প্রকাশ করার পদ্ধতি (Method of indicating drafting plan )
ড্রাফটিং প্লানকে ৩ টি পদ্ধতিতে প্রকাশ করা হয়।
১। সরল রেখার সাহায্যে (By line )
২। ছক কাগজের সাহায্যে (By graph paper )
৩। সংখ্যার সাহায্যে ( By number )
১। সরল রেখার সাহায্যে (By line )
এ পদ্ধতিতে আনুভূমিক রেখাকে ঝাঁপ এবং উলম্ব রেখাকে টানা সুতা নির্দেশ করে। ঝাঁপের রেখা ও টানা সুভার রেখার ছেদ বিন্দুই নির্দেশ করে কোন সুতা কোন ঝাঁপে যাবে।
২। ছক কাগজের সাহায্যে (By graph paper )
ছক কাগজে আনুভূমিক খালি ঘরগুলোকে ঝাঁপ ও উলম্ব রেখার মধ্যবর্তী খালি ঘরগুলোকে টানা সুতা নির্দেশ করে । কাজেই ঝাঁপের ঘরগুলোকে ক্রস চিহ্ন দ্বারা বা ভরাট করে এটাই নির্দেশ করে যে, উক্ত টানা সুতাসমূহ ঝাঁপে গাঁথা হবে। ডিজাইন পেপারে এই পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহার হয়।
৩। সংখ্যার সাহায্যে (By number)
সাধারণত উইভ প্লানের নিচে ড্রাফটিং সংখ্যা প্রকাশ করা হয়। সংখ্যাগুলো ঝাঁপের সংখ্যা নির্দেশ করে। যে টানা সুতার নিচে যে সংখ্যা থাকবে সেই টানা সুতা সেই ঝাঁপে গাঁথা হবে।
ড্রাফটিং প্লানের শ্রেণি বিভাগ (Classificaion of drafting plan )
নিম্নে বিভিন্ন প্রকার ড্রাফটিং প্লানের নাম উল্লেখ করা হলো :
১. স্ট্রেইট ড্রাফটিং (Straight drafting)
২. পয়েন্টেড ড্রাফটিং (Pointed drafing)
৩. ফ্লাট পয়েন্টেড ড্রাফটিং (Flat pointed drafting)
৪. ব্রোকেন ড্রাফটিং (Broken drafting)
৫. স্পেশাল ড্রাফটিং (Special drafing)
৬. স্কিপ ড্রাফটিং (Skip drafting)
৭. মিক্সড ড্রাফটিং (Mixed drafting)
৮. সাটিন ড্রাফটিং (Stain drafting)
৯. স্টেপ ড্রাফটিং (Step drafting)
১০. গ্রুপ ড্রাফটিং (Group drafting)
১১. ডিভাইডেড ড্রাফটিং (Divided drafting)
নিম্নে বিভিন্ন প্রকার ড্রাফটিং প্লানের বর্ণনা করা হলো:
স্ট্রেইট ড্রাফটিং (Sraight drafting)
স্ট্রেইট ড্রাফট সবচেয়ে সহজ ধরনের ড্রাফট। ড্রাফটিং সিস্টেম এর মধ্যে সহজ ও সরলতম পদ্ধতি হলো স্ট্রেইট ড্রাফটিং। ডিজাইনের প্রথম টানা সুতাটি যেমন প্রথম ঝাঁপের মধ্য দিয়ে টানা হয় তেমনি পর্যায়ক্রমিকভাবে ২য় সুতাটি ২য় ঝাঁপে, ৩য় সুতাটি ৩য় ঝাঁপে এভাবে শেষ সুতাটি পর্যন্ত টানা হয়। ফলে রিপিটের টানা সুতার সংখ্যার সমান ঝাঁপের সংখ্যা হয় অর্থাৎ ডিজাইনের রিপিটে টানা সুতার সংখ্যা ১০ টি থাকলে ঝাঁপ ১০ টি ব্যবহার করা হয় । তাছাড়া স্ট্রেইট ড্রাফটের ক্ষেত্রে অন্য একটি সুবিধা হলো লিফটিং প্লান স্ট্রেইট ড্রাফটের ক্ষেত্রে ডিজাইনের অনুরূপ হয়। অর্থাৎ ডিজাইন অংকন করার ক্ষেত্রে কোন চিন্তা বা ক্যালকুলেশনের প্রয়োজন হয় না। হুবহু ডিজাইন তুলে দিলেই লিফটিং প্লান হয়ে যায় । চিত্রে স্ট্রেইট ড্রাফট দেখানো হলো।
পয়েন্টেড ড্রাফটিং(Pointed drafting)
যে সমস্ত কাপড় বা ডিজাইন সিমেট্রিক্যাল থাকে, ঐ সমস্ত কাপড় বা ডিজাইন তৈরি করতে পয়েন্টেড ড্রাফটিং পদ্ধতি ব্যবহার করা হয়। এছাড়া বড় ধরনের টানা রিপিটের জন্য এই ড্রাফটিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রেইট ড্রাকটে ঝাঁপের সংখ্যা বেশি প্রয়োজন। কিন্তু পয়েন্টেড ড্রাফট দুইটি স্ট্রেইট ড্রাফটের মিশ্রণের ফলাফল । এই পদ্ধতিতে ঝাঁপের সংখ্যা রিপিটের টানা সুতার সংখ্যার তুলনায় প্রায় অর্ধেক যার ফলে লিফটিং প্লান ও মূল ডিজাইনে অর্ধেকের সমান অংকন করা যায়। এই ধরনের ড্রাফটিং প্লান, জিগজ্যাগ টুইল, ডায়মন্ড টুইল ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। চিত্রে ড্রাফটিং প্লান দেখানো হলো।
ফ্লাট পয়েন্টেড ড্রাফটিং (Flat poitned drafting)
এই ধরনের ড্রাফটিং পদ্ধতিও কিছুটা পয়েন্টেড ড্রাফটিং এর মতো। তবে পার্থক্য এই যে, ড্রাফটিং পদ্ধতির সোজা অংশটির শেষ প্রান্তে যে ঝাঁপ ব্যবহার করা হয় উক্ত ঝাঁপে পাশাপাশি কম পক্ষে দুইটি সুতা টানা হয় এবং পুনরায় প্রথম ঝাঁপের দিকে টানা সুতাগুলো লাগানো হয়। এই ধরনের ড্রাফটিং পদ্ধতিও বড় ধরনের ডিজাইনের জন্য ব্যবহার হয় এবং স্ট্রেইট ড্রাফটিং এর চেয়ে প্রায় অর্ধেক সংখ্যক ঝাঁপের প্রয়োজন হয়। লিফটিং প্লান মূল ডিজাইনের অর্ধেকের মতো হয় ।
ব্রোকেন ড্রাফটিং (Broken drafting)
পয়েন্টেড ড্রাফটের পরিবর্তিত রূপ হিসেবে ব্রোকেন ড্রাফটকে বিবেচনা করা হয়। একে একের অধিক স্ট্রেইট ড্রাফটের দিক পরিবর্তন পয়েন্টেড ড্রাফটের মতো ১ম অথবা শেষ ঝাঁপের মধ্যে না হয়ে পরবর্তী গ্রুপের প্রথম টানা সুতা প্রথম ঝাঁপ থেকে অথবা পূর্ববর্তী ঝাঁপের শেষ অথবা শেষ ঝাঁপের নিচ থেকে শুরু হয়। ড্রাফটিং প্লানের সামান্য পরিবর্তন মূল ডিজাইনের আমূল পরিবর্তন নিয়ে আসে। কাজেই ব্রোকেন ড্রাফট দ্বারা তৈরি ডিজাইন সমূহকে সিমেট্রিক্যাল ডিজাইন হিসেবে ধরা হয় না ।
স্পেশাল ড্রাফটিং (Special drafting)
স্পেশাল কিছুটা পয়েন্টেড বা ফ্লাট পয়েন্টেড ড্রাফটিং এর মতো। স্পেশাল অ্যারেঞ্জমেন্টে যে সমস্ত ড্রাফটিং করা হয় তাকে স্পেশাল ড্রাফটিং বলা হয়। নির্দিষ্ট সংখ্যক ঝাঁপে প্রথমে সুতাগুলোকে স্ট্রেইট আকারে দেওয়া হয়, পরবর্তীতে কিছুটা বিশেষ নিয়মে পরবর্তী সুতা প্রথম ঝাঁপে অথবা শেষ ঝাঁপে দিয়ে পয়েন্টেড আকারে প্রথম ঝাঁপের দিকে টানা সুতাগুলো চলে আসে। আবার কখনও কখনও পরবর্তী সুতাটি প্রথম ঝাঁপে টেনে তারপর থেকে পয়েন্টেড আকারে শেষ ঝাঁপ থেকে ২য় ঝাঁপ পর্যন্ত টানা হয়ে থাকে। এ পদ্ধতিতেও ডিজাইন কখনও সিমেট্রিক্যাল থাকে না।
স্কিপ ড্রাফটিং (Skip drafting)
যে সমস্ত ডিজাইনে রিপিট খুব বড় থাকে, অর্থাৎ টানা সুতার সংখ্যা অনেক বেশি থাকে, সে সমস্ত ডিজাইনের জন্য স্কিপ ড্রাফটিং পদ্ধতি ব্যবহার হয়ে থাকে। এ পদ্ধতিতে ওয়ার্স রিপিটের চেয়ে দুই বা ততোধিক গুণিতক সংখ্যক ঝাঁপ ব্যবহার করা হয়ে থাকে। ঐ পদ্ধতিতে টানা সুতাগুলো পাশাপাশি অন্য সুতার সাথে ঘর্ষণের সম্ভাবনা কমে যায়। আবার খোদ ডিজাইনেরও স্কিপ ড্রাফট বসিয়ে ঝাঁপ সংখ্যা বাড়ানো সম্ভব। এতে টানা সুতার ঘর্ষণ কমে যায়। যদি প্লেইন (১/২) ডিজাইনের জন্য স্কিপ ড্রফট করার প্রয়োজন হয় তখন ৪ ঝাঁপের জন্য ১ম গ্রুপে ১, ৩ ও ২য় গ্রুপে ২, ৪ আবার ৬ ঝাঁপের জন্য ১ম গ্রুপে ১, ৩, ৫ ও ২য় গ্রুপে ২, ৪, ৬ নং ঝাঁপ ব্যবহার করা হয়। বেশি ট্যাপেট ও বেশি ঝাঁগ ব্যবহারের জন্য প্রাথমিক খরচ বেড়ে গেলেও কাপড় বয়নের ক্ষেত্রে তাঁতেও টানা সুতার চাপ কম পড়ে ও টানা সুতা ছেড়ার হারও কমে যায়।
মিক্সড ড্রাফটিং (Mixed drafting)
মিক্সড ড্রাফটিংকে কম্পাউন্ড অথবা কম্বাইন্ড ড্রাফটিংও বলা হয়ে থাকে। দুই বা ততোধিক ড্রাফটকে একটি ড্রাফটিং পদ্ধতির মধ্যে মিশ্রিত করার পর নতুন যে ড্রাফটিং পদ্ধতি পাওয়া যায় তাকে মিক্সড ড্রাফটিং পদ্ধতি বলে । এটি খুব জটিল ধরনের ড্রাফটিং পদ্ধতি। এই ড্রাফটিং পদ্ধতির জন্য অভিজ্ঞ ডিজাইনারের প্রয়োজন হয়।
সাটিন ড্রাফটিং(Satin drafting)
ঝাঁপ এবং মেইল আই তথা টানা সুতা একটির সাথে অন্যটিকে ঘর্ষণ থেকে মুক্ত রাখতে সাধারণত সাটিন ড্রাফট। ব্যবহার হয়। রিপিটে প্রতিটি টানা সুতার জন্য আলাদা আলাদা ঝাঁপের প্রয়োজন। যেমন- ৫x৫ ঘরের সাটিনের জন্য ৫ টি ঝাঁপের প্রয়োজন। ঘর্ষণ ও টানা সুতা ছেড়ার হার এই ধরনের ড্রাফটিং এ কম হয়।
স্টেপ ড্রাফটিং (Step drafting)
এ ধরনের ড্রাফট স্ট্রেইট ড্রাফটিং এ মতোই । একটা অথবা একের অধিক ঝাঁপ দিয়ে এ ধরনের ড্রাফটিং করা হয় । ডিজাইন বড় করার জন্য সাধারণত এই ধরনের ড্রাফটিং ব্যবহার করা হয় । যদি প্রথম ঝাঁপে প্রথম সুতা দেওয়া হয় তাহলে পরবর্তী ঝাঁপ বাদ দিয়ে ২য় সুতাটি ৩য় ঝাঁপে দেওয়া হয়। এভাবে ড্রাফটিং স্টেপ আকারে সাজানো হয়।
গ্রুপ ড্রাফটিং (Group drafting)
বিভিন্ন ধরনের চেক ও স্ট্রাইপ কাপড় তৈরির জন্য গ্রুপ ড্রাফটিং ব্যবহার করা হয়। সাধারণত ভিন্ন ভিন্ন স্ট্রাইপের জন্য ভিন্ন ভিন্ন ড্রাফটিং করে একই সংগে গাঁথা হয়। অর্থৎ ২ সেট ঝাঁপ ব্যবহার করা হয়। স্টাইপের সংখ্যা ও স্ট্রাইপের মধ্যে সুতার সংখ্যা দ্বারা ড্রাফটের রিপিট নির্ণয় করা হয়।
ডিভাইডেড ড্রাফটিং (Divided drafting)
যখন কাপড় বুননের জন্য ২টি বিম ব্যবহার করা হয় তখন ডিভাইডেড ড্রাফটিং ব্যবহার হয় । ডাবল রুথ, টু-পাই উইভস্, পাইল ফেব্রিক্স ইত্যাদি কাপড়ের ক্ষেত্রে দুই বা ততোধিক টানা সুতার প্রয়োজন হয় । এখানে ডিভাইডেড ড্রাফটিং পদ্ধতি ব্যবহার হয়। ফেইজ ওয়ার্প সুতাগুলো সামনের ঝাঁপে এবং পাইল ওয়ার্স সুতাগুলো পিছনের ঝাঁপে এভাবে ড্রাফটিং করা হয়।
লিফটিং এবং লোয়ারিং (Lifting and lowering)
তাঁতে কাপড় বুননের জন্য ডিজাইন অনুযায়ী ঝাপগুলো উপরে নিচে ওঠা নামা করাতে হয়। ঝাঁপ ওঠা নামা করার কারণেই কাগজে অঙ্কিত ডিজাইনটি কাপড়ে ফুটে ওঠে। সাধারণ অর্থে ঝাঁপ উপরে উঠানোকে লিফটিং (Lifting) এবং নিচে নামানোকে লোয়ারিং (Lowering) বলে। কিন্তু ডিজাইন অনুযায়ী ট্যাপেট অথবা ডবির মাধ্যমে কিছু সংখ্যক টানা সুতাকে উপরে উঠানো ও কিছু সংখ্যক টানা সুতাকে নিচে নামানোর মাধ্যমে টানা সুতায় সেড গঠন করা হয়। যে পদ্ধতিতে ঝাঁপসমূহকে উপরে উঠানো ও নিচে নামানো হয় তাকে লিফটিং (Lifting) বলে এবং ছক কাগজে অঙ্কিত যে প্লানের মাধ্যমে এই ঝাঁপগুলো উঠানো ও নামানো নির্দেশ করা হয় তাকে লিফটিং প্লান (Lifting plan) বলে । টানা সুতা দ্বারা সেড গঠনের পর পড়েন সুতা সেডের মধ্যে প্রবেশ করানো হয় । প্রতিটি পড়েন সুতা প্রবেশের পূর্বে কোন ঝাঁপটি উপরে উঠবে এবং কোন ঝাঁপটি নিচে নামবে তা লিফটিং প্লানের মাধ্যমে নির্দেশ করা থাকে । কাজেই তাঁতে কোন ডিজাইনের বা কোন ধরনের কাপড় উৎপন্ন হবে তা নির্ভর করে ড্রাফটিং ও লিফটিং প্লানের উপর ।
লিফটিং প্লানের সংজ্ঞা (Definition of lifting plan )
ড্রাফটিং সমাপ্ত হলে ডিজাইন অনুসারে নির্ধারিত ঝাঁপ (Heald) উপরে উঠানো ও নিচে নামানোর মাধ্যমে পড়েন সুতাসহ মাকু (Shule) যাতায়াতের জন্য সেড তৈরির প্রক্রিয়াকে লিফটিং বলে।
লিফটিং প্লান (Lifting plan )
ঝাঁপ উপরে উঠানো ও নিচে নামানোর ফলে মাকু চলাচলের রাস্তা তৈরি হয়। যে পরিকল্পনার মাধ্যমে ডিজাইনের সাথে ছক কাগজের ঝাঁপ উঠানো নামানোর দিক নির্দেশনা দেওয়া হয় তাকে লিফটিং প্লান বলে ।
লিফটিং প্লানের উদ্দেশ্য (Objects Lifting plan )
১. কাপড় তৈরির উদ্দেশ্যে ডিজাইন অনুসারে ঝাঁপ উপরে নিচে উঠা নামা ।
২. ডিজাইন অনুসারে নির্দিষ্ট ঝাপ নির্দিষ্ট ট্রেডেল লিভার এ বাঁধা ।
৩. ঝাঁপসমূহ টপ রোলারের সাথে লিফটিং প্লানের নির্দেশ অনুসারে বাঁধা।
সাধারণত ডিজাইনের রিপিট বলতে টানা ও পড়েন সুতার সংখ্যা বুঝানো হয় যা দ্বারা কাপড় বা ডিজাইনের পুরো সজ্জিতকরণের প্রতিনিধিত্বকরণকে বুঝায়। প্রতিটি পড়েনের প্রবেশের সময় লিফটিং প্লানে উল্লেখিত টানা সুতাগুলো ঝাঁপের মাধ্যমে উপরে উঠবে এবং নির্দেশিত টানা সুতাগুলো নিচে নামবে। কাজেই তাঁতে কোন ধরনের কাপড় বা ডিজাইনের কাপড় বয়ন হবে তা পুরোপুরি নির্ভর করে ড্রাফটিং ও লিফটিং প্লানের উপর।
ড্রইং-ইন টানা সুতাকে বিমে জড়ানোর পর ডিজাইন অনুযায়ী ঝাঁপের ব চক্ষুর মধ্য দিয়ে ড্রইং হুকের মাধ্যমে টেনে নেওয়াকে ড্রইং-ইন বলে । এ প্রক্রিয়াকে ড্রাফটিংও বলা হয়।
ডেন্টিং (Denting)
যে পদ্ধতিতে রিডের প্রতিটি ডেন্টের মধ্যে দিয়ে টানা সুতাকে ড্রইং হুকের সাহায্যে টেনে নেওয়া হয় তাকে ডেন্টিং বলে । রিডই কাপড়ের মধ্যে টানা সুতার ফাঁক কতটুকু থাকবে তা নিশ্চিত করে। কাপড়ের গঠন অনুযায়ী টানা সুতার ঘনত্ব নিরূপণ ও নিশ্চিত করাই রিড এর মূল কাজ। তাছাড়া রিড পড়েন সুতাকে ফেল অব দ্যা ক্লথ (Fell of the cloth) এর গায়ে লাগিয়ে দেয়। প্রতিটি ডেন্টের মধ্য দিয়ে কতটি টানা সুতা প্রবেশ করবে তা রিড এর কাউন্ট টানা সুতার মোট সংখ্যা হিসাব করে বের করা হয়।
লিফটিং প্লান (Lifting plan ) ডিজাইন পেপারে যে প্লানের সাহায্যে রিড এর প্রতিটি ডেন্টের মধ্য দিয়ে কতটি করে টানা সুতা প্রবেশ করানো হবে তা উল্লেখ করাকে ডেন্টিং প্লান বলে। একজন ডিজাইনার যেমন ছক কাগজে তার প্লানটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন তেমনি একজন বিশেষজ্ঞ শ্রমিক উক্ত ডেন্টিং প্লান দেখে সহজেই কোন ডেন্টের ফাঁক থেকে কতটি করে সুতা প্রবেশ করবে তা বুঝতে পারে ।
ডেন্টিং প্লানের উদ্দেশ্য (Objects Denting plan )
১. রিডের দুইটি ডেন্টের ফাঁক দিয়ে নির্দিষ্ট টানা সুতা হুকের সাহায্যে টেনে নেওয়ার পরিকল্পনা করা ।
২. নির্দিষ্ট ডিজাইন নির্দিষ্ট অনুসারে টানা সুতা ডেন্ট এর মধ্যে প্রবেশ করানোর পরিকল্পনা ।
৩. ডেন্টিং প্লানের জন্য কাপড়ে টানা সুতার দূরত্ব সঠিক থাকে।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. ড্রাফটিং বলতে কী বুঝায়?
২. ড্রয়ার ও রিচার কাদের বলে?
৩. মেইল আই কী?
৪. স্ট্রেইট ড্রাফট কী?
৫. লিফটিং প্লান বলতে কী বুঝায়?
৬. লিফটিং কী?
৭. ওভেন ডিজাইন সম্পূর্ণভাবে গ্রাফ পেপারে ব্যাখ্যা করার উপকরণ কী কী?
৮. লোয়ারিং কী?
৯. তাঁতে কি ধরনের ডিজাইন উৎপন্ন হবে তা মূলত কিসের উপর নির্ভর করে?
১০. 'ব' চক্ষুর মধ্য দিয়ে কোন সুতা প্রবেশ করানো হয়?
১১. কাপড় বুননের সময় কোন সুতা সেডের মধ্যে চলাচল করে?
১২. স্ট্রেইট ড্রাফটিংয়ের ডিজাইনে রিপিটে টানা সুতার সংখ্যা ১২টি থাকলে ঝাঁপ কতটি ব্যবহার করা হবে?
১৩. কে পড়েন সুতাকে ফেল অব দ্যা ক্লথের গায়ে লাগিয়ে দেয়?
১৪. ড্রাফটিং প্লান প্রকাশ করার পদ্ধতি কত প্রকার ও কী কী?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. ড্রাফটিং প্লানের শ্রেণি বিভাগ কর?
২. স্কিপ ড্রাফটের চিত্র অংকন করে দেখাও?
৩. লিফটিং প্লানের উদ্দেশ্য কী? লেখ।
৪. ডেন্টিং প্লানের উদ্দেশ্য লেখ?
৫. বুনন পদ্ধতিতে কত সারি সুতা থাকে। তাদের নাম লেখ?
৬. টানা সুতায় কিভাবে সেড গঠন করে?
৭. সাধারণত ডিজাইনের রিপিট বলতে কি বুঝানো হয়?
৮. ঘর্ষণ ও টানা সুতা ছেড়ার হার কোন ধরনে ড্রাফটিং এ কম হয়?
রচনামূলক প্রশ্ন
১। চিত্রসহ দুইটি প্রকার ড্রাফটিং প্লানের বর্ণনা দাও?
২। যে কোন ৫টি ড্রাফটিং পদ্ধতির চিত্রসহ বর্ণনা দাও?
৩। সাটিন ও মিক্সড ড্রাফটিং পদ্ধতি চিত্রসহ বর্ণনা দাও?
৪। স্কিল ও স্পেশাল ড্রাফটিং পদ্ধতি চিত্রসহ বর্ণনা দাও?
Read more