বহুনির্বাচনি প্রশ্ন
১. কীভাবে পরিবারের আয়ে ভূমিকা রাখা যায়?
ক. কৃষিকাজে সাহায্য করে
খ. মনোযোগ দিয়ে পড়াশুনা করে
গ. পারিবারিক গৃহস্থালি কাজে সাহায্য করে
ঘ. ভাইবোনদের যত্ন নিয়ে
২. অন্যের প্রতি নির্ভরশীলতা বলতে বুঝায়-
ক. নিজে কাজ করতে না পারা
খ. কাজে আগ্রহ না থাকা
গ. কাজে অন্যের পরামর্শ নেওয়া
ঘ. অন্যের পছন্দে কাজ করা
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মিতা ভাই-বোনদের মধ্যে বড়ো। তার মার অসুস্থতার কারণে তাকে কিছু কিছু কাজ করতে হয়।
ছোটো ভাই-বোনদের গোসল করানো, তাদের পড়াশুনা দেখা, স্কুলের টিফিন ঠিক করে দেওয়া ইত্যাদি। সে খুশি মনেই কাজগুলো করে। এ কারণে বাড়ির সবাই তাকে খুব আদর করে।
৩. অনুচ্ছেদে প্রাত্যাহিক জীবনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. ব্যক্তিগত কাজ
খ. অন্যের কাজ
গ. পারিবারিক কাজ
ঘ. সামাজিক কাজ
৪. মিতার এ ধরনের কাজের মাধ্যমে-
i. বন্ধন সুদৃঢ় হয়
ii. কাজের চাপ কমে
iii. আয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন
তন্বী খুব গোছানো স্বভাবের মেয়ে। সে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে। সময়মত ক্লাসের কাজ জমা দেয়। পড়া শেষে প্রতিদিন সে নিজে তার টেবিল গুছিয়ে রাখে। তার পড়ার টেবিল দেখে সবাই মুগ্ধ হয়। পরীক্ষায়ও সে সব সময় ভালো ফলাফল করে। তার ছোটো ভাই অয়ন খুবই অলস। তার টেবিল গোছানো, স্কুল ব্যাগ গোছানো সবই তন্বীকে করে দিতে হয়। অয়ন নিজের খাবারটাও নিজে খেতে চায় না, মাকে খাইয়ে দিতে হয়।
ক. কাজের সফলতা কিসের উপর নির্ভর করে?
খ. প্রাত্যহিক জীবনে নিজের কাজ বলতে কী বুঝায় ব্যাখ্যা কর।
গ. তন্বীর সফলতার ক্ষেত্রে সে কোন উপায়টি অনুসরণ করেছিল ব্যাখ্যা কর।
ঘ. অয়নের মতো মানুষ কী ধরনের সমস্যায় পড়তে পারে বলে তুমি মনে কর? পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
Read more