১. মর্যাদা অর্থ কী?
ক. বিশ্বাস
খ. সম্মান
গ. দায়িত্ব
ঘ. সচেতনতা
২. আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তির বৈশিষ্ট্য-
i. অন্যের মতামতকে শ্রদ্ধা করা
ii. নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা
iii. অন্যের কথায় কান দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আসমা মায়ের সাথে তাদের ফুল গাছে নিয়মিত পানি দেয় ও যত্ন করে। খামারে কাজ করে। ফলে তাকে সারাদিন ব্যস্ত থাকতে হয়।
৩. উদ্দীপকে কোন চিত্রটি ফুটে উঠেছে?
ক. আত্মবিশ্বাস
খ. সৃজনশীলতা
গ. কায়িক শ্রম
ঘ. মেধাশ্রম
৪. এ ধরনের কাজের ফলে আসমা-
i. প্রফুল্ল থাকবে
ii. আত্মসম্মান বৃদ্ধি পাবে
iii. শারীরিক সমস্যায় পড়বে না
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন:
রহিম মিয়া ডিগ্রি পরীক্ষার পর চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরি না পেয়ে বন্ধুদের সাথে ব্যবসা শুরু করেন। কিন্তু কিছুদিন পর তাদের ব্যবসায় লোকসান হয়। তার বন্ধুরা মন খারাপ করে বসে থাকলেও রহিম মিয়া দমে যায়নি। ছাত্র অবস্থা থেকেই তার হাতের লেখা সুন্দর ছিল। তাই সে বিভিন্ন ডিজাইনে আকর্ষণীয় সাইনবোর্ড লেখা শুরু করেন। কিছুদিনের মধ্যেই নিজের বাড়ির সাথে ছোটো একটি ঘর তৈরি করে সাইনবোর্ড লেখার দোকান খুলে বেশ ভালো রোজগার শুরু করলেন।
ক. আত্মমর্যাদার অর্থ কী?
খ. আত্মমর্যাদাসম্পন্ন মানুষ বলতে কী বুঝায়?
গ. রহিম মিয়ার কাজটি কী ধরনের ব্যাখ্যা করো।
ঘ. রহিম মিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যই তাঁর সাফল্যের চাবিকাঠি মূল্যায়ন করো।
Read more