পরিবার

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - পৌরনীতি ও নাগরিকতা - পৌরনীতি ও নাগরিকতা | NCTB BOOK
1.3k
Summary

পরিবার হলো সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠান, যা স্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গঠিত হয়।

এতে এক বা একাধিক পুরুষ ও মহিলা, তাদের সন্তানাদি, পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে সংগঠন তৈরি হয়। মার্কিন সমাজবিজ্ঞানী আর. এম ম্যাকাইভারের মতে, পরিবারের সংজ্ঞা হলো সন্তানের জন্মদান ও লালন-পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গ।

সারসংক্ষেপে, পরিবার একটি স্নেহ, মায়া, মমতা এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান।

পরিবার হলো সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠান। সমাজ স্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা, তাদের সন্তানাদি, পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে উঠে-তাকে পরিবার বলে । মার্কিন সমাজবিজ্ঞানী আর. এম ম্যাকাইভারের মতে, সন্তান জন্মদান ও লালন-পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। পরিবার হলো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান।

# বহুনির্বাচনী প্রশ্ন

অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

জনাব জহুর আলী বিবাহিত চারপুত্র ও তাদের সন্তানদের নিয়ে একই পরিবারে বসবাস করেন। পরিবারের কোনো সদস্যের সফলতায় সকলে একসাথে আনন্দ করে এবং উৎসাহ যোগায়। আবার কারো ব্যর্থতায় তাকে সান্তনা দেয় এবং সাহস যোগায়।

গ্রীক দার্শনিক এরিষ্টটল
রাষ্ট্রবিজ্ঞানী ই. এম হোয়াইট
ম্যাকাইভার
অধ্যাপক গার্নার
অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

রাজু দশম শ্রেণির ছাত্র। তার পরিবারে বাবা, মা, দাদা-দাদি ও চাচা-চাচি একত্রে বসবাস করে। অপর দিকে রাজুর বন্ধু মিজানের 'বাবা ও মা দুজনই চাকুরিজীবী। সে প্রায় সময় নিঃসভাতায় ভোগে।

একক পরিবার
যৌথ পরিবার
অনুপরিবার
বহুগামী পরিবার
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...