পাইপের বৈশিষ্ট তথা বাহ্যিক গুণাগুণের ভিত্তিতে পাইপকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যেমন-
• নমনীয় পাইপ (Flexible Pipe)
• অনমনীয় পাইপ (Rigid Pipe)
ক) নমনীর পাইপ (Flexible Plpe)
যে সব পাইপ যে কোনো দিকে বাঁকানো যায় তাকে নমনীয় পাইপ বলা হয়। নমনীর পাইপ প্রয়োজন মতো বাঁকানো যায় বলে অসমান অবস্থানে এবং ভূ-পৃষ্ঠস্থ পানির উৎস হতে পানি তোলার কাজে ব্যবহার উপযোগী। তবে সব নমনীয় পাইপই আবার সাকশন পাইপ হিসেবে ব্যবহার করা যায় না। এ ধরনের পাইপ অধাতব পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে। যেমন- রাবার, প্লাস্টিক, পলিখিন, ক্যানভাস ইত্যাদি ।
খ) অনমনীয় পাইপ (Rigid Pipe)
যে সব পাইপ কোনো দিকে বাঁকানো যায় না, সব সময় সোজা থাকে তাকে নমনীর পাইপ বলা হয়। এ ধরনের পাইপ সাধারনত ধাতব ও অধাতব দুই ধরনের পদার্থ দিয়ে তৈরি করে থাকে। যেমন- কাস্ট আয়রন, রট আয়রন, স্টিল, কপার, ব্রাস, লেড, অ্যালুমিনিয়াম, আরসিসি কংক্রিট, অ্যাসবেসটস সিমেন্ট ইত্যাদি । পাইপ বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে।
পদার্থের এই ভিন্নতার ভিত্তিতে পাইপকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন-
• ধাতব পাইপ (Metalic Pipe)
• অধাতব পাইপ (Non Metalic Pipe )
ক) ধাত পাইপ (Metalic Pipe )
যে সব পাইপ বিভিন্ন ধরনের ধাতব পদার্থ দ্বারা তৈরি করা হয় এদেরকে ধাতব পাইপ বলে। ধাতুর নামানুসারে এদের নামকরণ করা হয়ে থাকে। নিম্নে বিভিন্ন প্রকার ধাতব পাইপের নাম উল্লেখ করা হলো:
১) মাইন্ড স্টিল পাইপ বা এমএস পাইপ (Mild Steel Pipe )
২) স্টেইনলেস স্টিল পাইপ (Stainless Steel Pipe)
৩) জি.আই. (গ্যালভানাইজ আয়রন) পাইপ (Galvanised Iron Pipe )
৪) কাস্ট আয়রন পাইপ (Cast Iron Pipe )
৫) রট আয়রন পাইপ (Wrought Iron Pipe )
৬) কপার বা তামার পাইপ (Copper Pipe)
৭) হ্রাস বা পিতল পাইপ (Brass Pipe)
৮) অ্যালুমিনিয়াম পাইপ (Aluminium Pipe )
৯) সিসার পাইপ (Lead Pipe )
খ) অধাতব পাইপ (Non Metalic Pipe)
যে সব পাইপ বিভিন্ন ধরনের অধাতব পদার্থ দ্বারা তৈরি করা হয় এদেরকে অধাতব পাইপ বলে । ধাতুর নামানুসারে এদের নামকরণ করা হয়ে থাকে। নিম্নে বিভিন্ন প্রকার অধাতব পাইপের নাম উল্লেখ করা হলো।
১) পিভিসি পাইপ (PVC Pipe )
২) প্লাস্টিক পাইপ (Plastic Pipe )
৩) রাবার পাইপ (Rubber Pipe)
৪) পলিথিন পাইপ (Polythene Pipe )
৫) কংক্রিট পাইপ (Concrete Pipe )
৬) আরসিসি (রিইনফোর্স সিমেন্ট কংক্রিট) পাইপ (Reinforced Cement Concrete Pipe )
৭) অ্যাসবেসটস পাইপ (Asbestos Pipe )
৮) ক্যানভাস পাইপ (Canvas Pipe )
পাইপ বিভিন্ন প্রকার কাজে ব্যবহৃত হয়ে থাকে। তার মধ্যে সেচ কাজে এর ব্যবহার ব্যাপক । সেচ কাজে ব্যবহারের ভিত্তিতে পাইপকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
• সাকশন পাইপ
• ডেলিভারি পাইপ
গ) পাইপের সাইজ (Size of Pipe ) পাইপ সাধারণত তার অভ্যন্তরীণ ব্যাসের মাপেই পরিচিত হয়ে থাকে। তাই পাইপের সাইজ বলতে এর অভ্যন্তরীণ ব্যাস (ইনসাইড ডায়ামিটার)-কেই বোঝায়। জিআই পাইপ সাধারণত ১/২ ইঞ্চি হতে ৪ ইঞ্চি ব্যাস বিশিষ্ট হয়ে থাকে । তবে এর চেয়ে বেশি মাপের পাইপও তৈরি হয়। অনমনীয় পাইপ সাধারণত ২০ ফুট টুকরা হিসেবে বাজারে পাওয়া যায়। নমনীয় পাইপ সাধারণত ফুট হিসেবে বাজারে বিক্রি হয় ।