কৃষিক্ষেত্রে জমি চাষা-বাদের জন্য বিভিন্ন প্রকার যান্ত্রিক লাঙ্গল ব্যবহার কর হচ্ছে। এর মধ্যে পাওয়ার টিলারে লাঙ্গল নির্বাচনের জন্য নির্বাচিত লাগলসমূহের নাম দেওয়া হলো :
রোটারি প্লাউ (Rotry Plough):
ধান চাষের জন্য রোটারি লাগল খুবই উপযোগী। ছোট, নরম ও কাঁদামিটিতে রোটারি প্লাউ দিয়ে চাষ দিয়ে জমি তৈরি করা হয়। রোটারি প্লাউ এর সাথে বিভিন্ন আকৃতির স্টিল ব্রেডযুক্ত লাগল ব্যবহার করা হয়।
রিজার (Ridger):
ফসল ক্ষেত্রে প্রাথমিক চাষ দেওয়ার পর রিজার দিয়ে আইন বা খাদ তৈরি করা হয়। এই খাদ ফসলের বীজ বা চারা লাগানো জন্য তৈরি করা হয়। এ ছাড়া জমিতে সেচ দেওয়ার জন্য ও বিজ দিয়ে খাপ তৈরি করা হয় ।
Read more