ডিজাইনে যা কিছু অঙ্কন করা হয় তার অধিকাংশই মূলত কাল্পনিক দৃশ্য যেমন— প্ল্যান, এলিভেশন, সেকশন ইত্যাদি। কিন্তু বাস্তবে বস্তুসমূহ ঠিক সেভাবে (প্ল্যান, এলিভেশন, সেকশন দেখা যায় না। বাস্তবে বস্তুসমূহ একটু ভিন্নতর লেখায়। কোনো সারিবদ্ধ সমান বস্তুসমূহ ক্রমশ একটি বিন্দুতে মিলে যাচ্ছে মনে হয়, পারস্পরিক দুরত্ব কমে আসছে মনে হয়, আবার আকৃতিতে ছোট হয়ে আসছে মনে হয়। “বস্তুকে খালি চোখে ঠিক যেমন দেখা যায় সেই দৃশ্যকেই পার্সপেক্টিভ দৃশ্য বলে”। যে কোনো পার্সপেক্টিক দৃশ্যে নিমাঙ্কে তিনটি বিষয় একই সাথে ঘটে। এই তিনটি বিষয়কে পার্সপেক্টিভ দৃশ্যের মূলনীতি বলা যায় ।
চিত্র: ১৪.১ কনভারজেল, ফরশর্টেনিং ও ডিমিনিউশন
ৰস্তু কোন কৌণিক অবস্থান থেকে দেখা হচ্ছে তার ভিত্তিতে পার্সপেক্টিভ দৃশ্য প্রধানত: দুই প্রকার:
সমান্তরাল পার্সপেক্টিভ দৃশ্য
কৌণিক পার্সপেক্টিভ দৃশ্য
Read more