পার্সপেক্টিভ দৃশ্য (১৪.১)

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
94
94

ডিজাইনে যা কিছু অঙ্কন করা হয় তার অধিকাংশই মূলত কাল্পনিক দৃশ্য যেমন— প্ল্যান, এলিভেশন, সেকশন ইত্যাদি। কিন্তু বাস্তবে বস্তুসমূহ ঠিক সেভাবে (প্ল্যান, এলিভেশন, সেকশন দেখা যায় না। বাস্তবে বস্তুসমূহ একটু ভিন্নতর লেখায়। কোনো সারিবদ্ধ সমান বস্তুসমূহ ক্রমশ একটি বিন্দুতে মিলে যাচ্ছে মনে হয়, পারস্পরিক দুরত্ব কমে আসছে মনে হয়, আবার আকৃতিতে ছোট হয়ে আসছে মনে হয়। “বস্তুকে খালি চোখে ঠিক যেমন দেখা যায় সেই দৃশ্যকেই পার্সপেক্টিভ দৃশ্য বলে”। যে কোনো পার্সপেক্টিক দৃশ্যে নিমাঙ্কে তিনটি বিষয় একই সাথে ঘটে। এই তিনটি বিষয়কে পার্সপেক্টিভ দৃশ্যের মূলনীতি বলা যায় ।

  • কনভারজেল (Convergence): সমূহ ক্ৰমশ: একটি বিন্দুতে মিলে যাচ্ছে মনে হয়,
  • ফরশর্টেনিং (Foreshortening) : সারিবদ্ধ সমান বস্তুসমূহের পারস্পরিক দূরত্ব কমে আসছে মনে হয়, এবং
  • ডিমিনিউশন (Diminution): সারিবদ্ধ সমান কল্পসমূহ আকৃতিতে ছোট হয়ে আসছে মনে হয়।

চিত্র: ১৪.১ কনভারজেল, ফরশর্টেনিং ও ডিমিনিউশন

ৰস্তু কোন কৌণিক অবস্থান থেকে দেখা হচ্ছে তার ভিত্তিতে পার্সপেক্টিভ দৃশ্য প্রধানত: দুই প্রকার:

সমান্তরাল পার্সপেক্টিভ দৃশ্য

  • এক বিন্দু পার্সপেক্টিভ দৃশ্য (সাধারণত কক্ষের অভ্যন্তরীণ দৃশ্য অঙ্কনে ব্যবহৃত হয়)

কৌণিক পার্সপেক্টিভ দৃশ্য

  • দুই বিন্দু পার্সপেক্টিক দৃশ্য (সাধারণত ভবনের বাহ্যিক দৃশ্য অঙ্কনে ব্যবহৃত হয়) 
  • তিন বিন্দু পার্সপেক্টিভ দৃশ্য (সাধারণত সুউচ্চ ভবনের বাহ্যিক দৃশ্য অঙ্কনে ব্যবহৃত হয়।)
Content added || updated By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion