পার্সপেক্টিভ দৃশ্যে নিম্নোক্ত বিষয় বা পরিভাষা (Terminology) ব্যবহৃত হয়

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

ভ্যানিশিং পয়েন্ট (Vanishing point) বা বিলীন বিন্দুঃ পার্সপেক্টিভ দৃশ্যের যে বিন্দুতে বস্তুসমূহ ক্রমশ: মিলে যাচ্ছে মনে হয় তাকে ভ্যানিশিং পয়েন্ট (Vanishing point) বা বিলীন বিন্দু বলে।

স্টেশন পয়েন্ট (Station point) বা দৃষ্টি বিন্দুঃ পার্সপেক্টিভ দৃশ্যে যে বিন্দু থেকে বস্তুকে দেখা হয় তাকে স্টেশন পয়েন্ট (Station point) বা দৃষ্টি বিন্দু বলে। একে স্পেকটেটর (Spectator) ও বলে।

ট্রু-হাইট-লাইন (True Height Line) বা বাস্তব মাপরেখা: পার্সপেক্টিভ দৃশ্যে সাধারণত: বস্তুর প্রকৃত মাপ পাওয়া যায় না। যে রেখার উপর বস্তুর প্রকৃত মাপ নিয়ে পার্সপেক্টিভ দৃশ্য অঙ্কিত হয় তাকে ট্রু হাইট লাইন (True Height Line) বা বাস্তব মাপরেখা বলে ।

পিকচার প্লেন (Picture Plane) বা দৃশ্য তল: পার্সপেক্টিভ দৃশ্যে যে অদৃশ্য তলের উপর বস্তুকে কল্পনা করা হয় তাকে পিকচার প্লেন (Picture Plane) বা দৃশ্য তল বলে ।

অনুভূমিক রেখা/তল বা Horizontal LinePlane: পার্সপেক্টিভ দৃশ্যের যে তলে দৃষ্টিসীমা শেষ হয়ে যায় বা ক্রমশ: মিলে যায় বলে মনে হয় তাকে হরাইজন্টাল লাইন/প্লেন (অনুভূমিক রেখা/তল) বা Horizontal Line / Plane বলে।

ভিজুয়াল রে (Visual Ray) বা দৃশ্য রশ্মি: Station point থেকে বস্তুর বিভিন্ন বিন্দু পর্যন্ত দৃষ্টিরেখা বা রশ্মিসমূহকে বা Station point থেকে বস্তুর বিভিন্ন বিন্দু পর্যন্ত কাল্পনিক রেখাকেই। ভিজুয়াল রে (Visual Ray) বা দৃশ্য রশ্মি বলে।

কোন অফ ভিশন (Cone of Vision) বা দৃষ্টি কোণ/শঙ্কু: স্টেশন পয়েন্ট (Station point) বা দৃষ্টি বিন্দু থেকে বস্তুর শেষ সীমা পর্যন্ত দৃষ্টিরেখাসমূহ যোগ করলে যে Conical Shape বা শঙ্কু বা চোঙাকৃতির সৃষ্টি হয় তাকে কোন অফ ভিশন (Cone of Vision) বা দৃষ্টিকোণ বা শঙ্কু বলে ।

ভূমি রেখা/তল বা Ground Line / Level: Base বা ভূমি যার উপর বস্তুটি দাঁড়িয়ে থাকে বা অবস্থান করে ।

Content added By
Promotion