প্রক্রিয়াগ- ফ্লো পাম্পের পরিচিতি ও ইচ্ছার বিভিন্ন অং (Introduction to Axial Flow Purp Pump and its Different Parts)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

জিয়া ফ্লো পাম্পের পরিচিতি : সেচ কাজে ও পানি নিষ্কাশনে প্রচলিত সেন্ট্রিফিউগাল পাম্পের ফিল্ম হিসাবে পানি এবং অধিক পানি উত্তোলনে সক্ষম নতুন ধরনের পাম্প যা া কো পাে পরিচিত। এ পাম্প দেখতে পাইপের মতো, কৃষি জমিতে সেচ এ মামারে পানি সরবরাহের জন্য এটি একটি জনপ্রিয় পাশ। তিন মিটার বা প্রায় দশ ফুট নিচ থেকে এই পম্পের সাহায্যে পানি উত্তোলন করা যায় । বর্তমানে এই পাশ আমাদের দেশে কৃষিক্ষেত্রে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনা বিভাগে এই গাম্প বেশি ব্যবহৃত হচ্ছে।

এই পাম্পের প্রাইম মুভার (ইঞ্জিন বা মোটর) ভূ-পৃষ্ঠ থেকে গাম্প শ্যাফটের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানির স্তর বা লেভেল এ অবস্থিত ইম্পেলার কে ঘুরিয়ে বা পরিচালিত করে পাইপ এর মাধ্যমে পানি ডিসচার্জ বা ডেলিভারি করে কৃষি ক্ষেত্রে সেচ কাজে ব্যবহার করা হয়। এ পাম্প দিয়ে পানি উত্তোলনে হেড লস কম হয়। এই চালনার জন্য প্রাইম মুভার হিসাবে সরাসরি পাওয়ার টিলার বা ট্রাক্টরের ইঞ্জিন ব্যবহার করা যায়। পাম্প সরাসরি পানিে শি থাকে বলে সাকশন হেড লস হয় না চেনে, তাই অন্যান্য পাম্পের তুলনায় এক্সিয়াল - ফ্রো পাম্প তুলনামূলক ভাবে বেশি পানি উত্তোলন করতে পারে এবং বেশি জনপ্রিয়।

এক্সিরাল- ক্লো পাম্পের সুবিধা (Advantage of Axial Flow pump ): 

১. এই পাম্প সেন্ট্রিফিউগাল পাম্পের নীতিতেই কাজ করে তবে পার্থক্য হলো সেন্ট্রিফিউগাল পাম্প যেমন, চালু করার আগে প্রাইসিং বা পানি দ্বারা পাম্প ভর্তি করতে হয়, কিন্তু এরিয়ান ফ্রো পাম্প চালু করার আগে প্রাইসিং বা পানি দ্বারা পাম্প ভর্তি করতে হয় না। 
২. অন্যান্য পাম্পের তুলনায় জ্বালানী খরচ প্রায় ৫০ ভাগ কম । 
৩. এই পাম্পের হেড লস নাই বল্লেই চলে। 
৪. এরিয়ান ড্রো পাম্প চালানোর জন্য ১০ থেকে ১৬ হর্স পাওয়ারের ইঞ্জিন হলেই চলে। 
৫. অন্যান্য পাম্পের তুলনায় এই পাম্পের পানি উত্তোলন ক্ষমতা ৫০ থেকে ৭০ ভাগ বেশি। 
৬. এই পাম্প হালকা তাই সহজেই বহনযোগ্য। 
৭. এই পাম্প সহজে স্থাপন করা যায় । 
৮. এই গাম্পের রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম ।

Content added || updated By
Promotion