অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। ফল গাছের বংশ বিস্তার কীভাবে ঘটে থাকে ?
২। বীজের মাধ্যমে কোন কোন ফলের বংশ বিস্তার হয় ?
৩। অঙ্গজ বংশ বিস্তারের সুবিধা কী ?
৪ । আমাদের দেশে স্বল্প মেয়াদী ফল কোনগুলো?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। বীজের মাধ্যমে কোন কোন ফল বংশ বিস্তার করে ?
২। অঙ্গজ বংশবিস্তারের ফলের নামের তালিকা তৈরি কর ।
৩ । অঙ্গজ বংশবিস্তার ও বীজের মাধ্যমে বংশ বিস্তারের মধ্যে মৌলিক পার্থক্য কী ?
৪। উদ্ভিদের বংশবিস্তার বলতে কি বাঝায় ?
৫ । ভিনিয়ার ও সংস্পর্শ জোড় কলমের মধ্যে মৌলিক পার্থক্য কী ?
৬ । গাছের পাঁচটি অংশের নাম লেখ যার মাধ্যমে বংশবিস্তার করা যায় ।
রচনামূলক প্রশ্ন
১। অঙ্গজ ও যৌন বংশ বিস্তারের সুবিধা ও অসুবিধাসমূহ লিপিবদ্ধ কর
২। অঙ্গজ বংশ বিস্তার ও বীজের মাধ্যমে ফল চাষের পার্থক্য ব্যাখ্যা কর ।
৩। অযৌন বংশবিস্তার বলতে কী বাঝায় ? গাছের বংশবিস্তার কয় ভাগে করা যায় উদারহণসহ লেখ।
৪ । অযৌন বংশ বিস্তারের সুবিধা ও অসুবিধাগুলো লেখ ।
৫ । ভিনিয়ার জোড় কলম করার পদ্ধতি চিত্র অঙ্কনসহ বর্ণনা কর ।
৬। টীকা লেখ: ক) গুটি কলম খ) শাখা কলম গ) চোখ কলম ঘ) জোড় কলম ।
Read more