প্রিন্ট ম্যানেজার ব্যবহার করে প্রিন্ট পোজ, রিস্টার্ট এবং ক্যান্সেল করার দক্ষতা অর্জন করা

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
2

জব নং ৪- প্রিন্ট ম্যানেজার ব্যবহার করে প্রিন্ট পোজ, রিস্টার্ট এবং ক্যান্সেল করার দক্ষতা অর্জন করা।

পারদর্শিতার মানদন্ডঃ


১.স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা;

 ২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;

৩.কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট নির্বাচন ও সংগ্রহ করা;


৪.কাজ করার নিমিত্ত কম্পিউটার অন করা; 

৫. কাজ শেষে কম্পিউটার অফ করা; 


৬.কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা;


৭. অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা 

৮. কাজ শেষে চেক লিষ্ট অনুযায়ী মালামাল জমাদান করা;

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE)

কাজের ধাপ (Working Procedure)

• প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো।
• সঠিক নিয়মে কম্পিউটার অন করবো।
• অটোক্যাড সফটওয়্যার ওপেন করবো।
• প্রয়োজন অনুযায়ী ইউজার ইন্টারফেসগুলি ঠিক করবো।
• এরপরে মেনুবার থেকে ফাইল অপশনে যেতে হবে। • ফাইল অপশন থেকে প্রিন্ট অপশনে যেতে হবে।
• প্রিন্ট অপশনে ক্লিক করবো।
তাহলে প্রিন্ট শুরু হয়ে যানে।
• প্রিন্ট বন্ধ বা পোজ করার জন্য প্রিন্টার সফটওয়্যারটি ওপেন করবো। প্রিন্ট যেনু সিলেক্ট করতে হবে। যে ফাইলটি প্রিন্ট হচ্ছে সেটি সিলেক্ট করে পুশ বা ক্যান্সেল বাটনে ক্লিক করলে উক্ত ফাইলটি পোজ বা ক্যান্সেল হয়ে যাবে। নিম্নে চিত্রের মাধ্যমে মেনুটি দেখানো হলো।

তবে এক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে, এক এক প্রিন্টার বা প্রিন্টার সফটওয়্যার ব্যবহার কৌশল আলাদা আলাদা।

সতর্কতা (Precausion)

• কাজের সময় মাস্ক ব্যবহার করবো।
• কাজের সময় সঠিক নিয়মে বসবো।
• কাজের সময় কম্পিউটার থেকে সঠিক দূরত্ব বজায় রেখে বসবো।
• এন্টি স্টাটিক রিস্ট স্ট্রাপ পরবো।
• ল্যাবে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা আছে কিনা দেখে নিব।
• বৈদ্যুতিক নিরাপত্তার দিকে খেয়াল রাখব।
 

অর্জিত দক্ষতাঃ প্রিন্ট ম্যানেজার ব্যবহার করে প্রিন্ট পোজ, রিস্ট্রাট এবং ক্যান্সেল করার দক্ষতা অর্জন করা। অর্জিত জ্ঞান বাস্তব জীবনে যথাযথ প্রয়োগ সম্ভব হবে। 

Content added By
Promotion