ফার্ম মেশিনারি ট্রেডের পরিচিতি ও কার্যপরিধি (Farm Machinery Trade Contacts and Reference)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

ফার্ম মেশিনারি ট্রেডের পরিচিতি (Introduction to Farm Machinery Trade): 
সভ্যতার অগ্রগতি ও ক্রমবিকাশের সাথে সাথে আমাদের সমাজ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন পরিবর্তন এসেছে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এ পরিবর্তন হচ্ছে আরো দ্রুত গতিতে। উন্নয়নের এ গতিময় ধারায় বর্তমান বিশ্বে কৃষি ও শিল্পে উন্নয়নের ক্ষেত্রে ফার্ম মেশিনারি শপ ও মেশিনারি বিরাট ভূমিকা পালন করছে । আধুনিক কৃষিতে ফার্মট্রেড একান্ত অপরিহার্য হয়ে পড়েছে। ফার্ম বা কৃষি খামারে যেসব কল-কারখানা বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার সুষ্ঠু ব্যবহার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নির্ভর করে ফার্ম মেশিনারি ট্রেডের সঠিক প্রয়োগের উপর। আমরা জানি, বর্তমান বিশ্বে কৃষি উৎপাদনে যেসব যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার মধ্যে ট্রাক্টর, পাওয়ার টিলার, ট্রাক, পিকআপ ভ্যান, ট্রলি, সিড প্ল্যান্টার, ড্রাম সিডার, কম্বাইন হারভেস্টর, পেডাল প্রেশার, পাওয়ার থ্রেশার, গভীর নলকূপ, অগভীর নলকূপ, ড্রায়ার, উইনোয়ার ইত্যাদি উল্লেখযোগ্য। এসব যানবাহন ও যন্ত্র দ্বারা কৃষি খামারের অধিকাংশ কাজ অতি সহজে সম্পন্ন করা সম্ভব। ফার্ম মেশিনারি ট্রেডের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি অতি সহজেই মেরামত ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব। এতে এক দিকে যেমন আর্থিক অপচয় রোধ করা যায়, অপরদিকে তেমনি সময়েরও সাশ্রয় হয়ে থাকে ।

ফার্ম মেশিনারি ট্রেডের কার্যপরিধি (Scope of Farm Machinery Trade) : 
ফার্ম মেশিনারি ট্রেডের কার্যপরিধি অনেক বড় । বর্তমান বিশ্বে কৃষিক্ষেত্রে যে আধুনিক পরিবর্তন এসেছে তার মূলে রয়েছে ফার্মশপ ও মেশিনারি। এ ট্রেড থেকে নিম্নলিখিত কাজগুলো আয়ত্ত করে বেকার সমস্যা সমাধান করা যায়। যেমন- 
* কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাম্প, যেমন- সেন্ট্রিফিউগাল পাম্প, রেসিপ্রোকেটিং পাম্প, টারবাইন পাম্প, গভীর নলকূপ ও অগভীর নলকূপ ইত্যাদি দিয়ে কীভাবে সেচ কাজ করা যায় এবং এটা নষ্ট হলে কীভাবে মেরামত করা যায়, তার বাস্তব জ্ঞান অর্জন করা । 
* সেচ কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাইপ এবং সেটি জোড়া দেওয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন ফিটিংস সম্পর্কে জ্ঞান অর্জন করা । 
* কোনো ধাতব খণ্ডকে প্রয়োজনমতো ড্রিল মেশিনের সাহায্যে কীভাবে ছিদ্র করে প্রেসারের সাহায্যে ছিদ্রের ভিতরের অংশ মসৃণ করা যায়, তার বাস্তব জ্ঞান অর্জন করা । 
* কোনো ধাতব বস্তু, যেমন- দা, কাঁচি, ছুরি ইত্যাদি গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে ধার দেওয়া এবং অন্যান্য ধাতবস্তুকে সমান করার প্রক্রিয়া সম্পর্কে জানা । 
* কোনো ধাতব পদার্থকে কীভাবে ওয়েল্ডিং এর সাহায্যে জোড়া দেওয়া যায়, সে সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করা । 
* ওয়ার্কশপে কাজের উপযোগী বিভিন্ন ধরনের টুলস শনাক্ত করা ও এর ব্যবহার শিখতে পারা। 
* হ্যাকস এবং বিভিন্ন ধরনের ফাইল ব্যবহার করে কীভাবে ধাতব পদার্থ কর্তন এবং ফাইলের সাহায্যে ঘষে বিভিন্ন আকৃতি তৈরি করা যায় তা হাতে কলমে শেখা।

* ইঞ্জিনের গঠন, ডিজেল ও পেট্রোল ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম চিনতে পারা এবং ইঞ্জিন স্টার্ট দেওয়া বন্ধ করা, ইঞ্জিনের কোনো সমস্যা হলে মেরামত করা ইত্যাদি কাজ হাতে কলমে শেখা। 
* ইঞ্জিনের বিভিন্ন সিস্টেম, বেমন-কুলিং সিস্টেম, লুব্রিকেটিং সিস্টেম, ফুয়েল সিস্টেম, ইগনিশন সিস্টেম, এয়ার ইনটেক সিস্টেম, ব্রেক সিস্টেম, ফ্লাচ সিস্টেম, স্টিয়ারিং সিস্টেম, হুইল সিস্টেম ইত্যাদির কার্যপ্রণালী যন্ত্রাংশের নাম, কাজ জানা এবং উক্ত সিস্টেমসমূহের যে কোনো সমস্যা হলে তা কীভাবে মেরামত করতে হয়, তার বাস্তব জ্ঞান অর্জন করতে পারা। 
* ডিজেল ইঞ্জিনের হাইপ্রেসার পাম্পের ইন্টারনাল ও এক্সটারনাল টাইমিং কীভাবে করতে হয় তা জানতে পারা। 
* মোটরযানে বা অন্যান্য কাজে ব্যবহৃত ব্যাটারি, ব্যাটারির ব্যবহার চার্জ নেওয়া, ইলেকট্রোলাইট প্রস্তুত করা ইত্যাদি সম্পর্কে জানতে পারা, এবং ব্যাটারি কীভাবে মেরামত করা, চার্জ দেওয়া, ইলেকট্রোলাইট প্রস্তুত ইত্যাদি কীভাবে করতে হয়, তা শিখতে পারা। 
* গ্যাস ইঞ্জিন এবং ইকাই সিসটেম ইঞ্জিন কীভাবে কাজ করে, এদের যন্ত্রাংশের নাম এবং কীভাবে মেরামত করতে হয়, তার বাস্তব জ্ঞান অর্জন করতে পারা।
* কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি দিয়ে কীভাবে কাজ করা যায়, যেমন- পাওয়ার টিলার ও ট্রাক্টরের সাহায্যে জমি চাষ করা, পাওয়ার টিলারের বিভিন্ন অ্যাটাচমেন্ট সম্পর্কে জানা, সিড ছিল দিয়ে বীজ রোপণ করা, উইভারের সাহায্যে আগাছা দমন করা, রাইচ ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে চারাগাছ রোপণ করা, প্রেয়ারের সাহায্যে কীটনাশক ছিটানো, প্রেশারের সাহায্যে ধান ও গম মাফই করা যায়। হাইভেস্টারের সাহায্যে শস্যকে কাটা, মাড়াই করা, বস্তাভর্তি করা, বড় পৃথক করা, রিপার এর সাহায্যে ধান ও গম কাটা গুটি ইউরিয়া প্ররোগ যন্ত্রের সাহায্যে গুটি ইউরিয়া প্রয়োগ করা ইত্যাদি কাজগুলো ফার্ম মেশিনারি ট্রেডের মাধ্যমে এসব কৃষি যন্ত্রপাতি অতি সহজেই মেরামত ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব। এতে এক দিকে যেমন আর্থিক অপচয় রোধ করা যায়, অপরদিকে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হয় ।

Content added By
Promotion