ফার্ম মেশিনারি শপে নিরাপত্তা (Safety of Farm Machinery Shop)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
1

ফার্ম মেশিনারি শপ বা কারখানায় কাজ করার সময় একজন কারিগরকে বিভিন্ন প্রকার যন্ত্র ও মেশিন চালনা করতে হয়। এ সময় তার সামান্য ভুল, অবহেলা বা জড়তার কারণে নানা রকম দুর্ঘটনা ঘটতে পারে। এ ধরনের দুর্ঘটনায় কর্মরত কারিগর, শিক্ষার্থী ও কর্মীসহ মেশিন বা যন্ত্রপাতির অনেক ক্ষতি সাধিত হয়। একজনের ভুলের কারণে অন্য জনের মারাত্মক ক্ষতি, এমনকি জীবন নাশের ঘটনা পর্যন্ত ঘটতে পারে। এজন্য শপে বা ল্যাবে কর্মরত সকলের উচিৎ সাবধানতা ও নিরাপত্তা বিষয়ের সকল নিয়ম কানুন সঠিকভাবে মেনে চলা এবং নিরাপত্তা অভ্যাস গড়ে তোলা । দুর্ঘটনাজনিত বিপদ থেকে রেহাই পেতে হলে সাবধানতা অবলম্বনের অভ্যাস গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই। সাবধানতা অবলম্বনের বিষয়ে কোনোরূপ গাফিলতি বা অবহেলা করা উচিত নয়। এরূপ অবহেলাই অনেক সময় মারাত্মক বিপদ ডেকে আনে। তাই ওয়ার্কশপের কাজ শেখার আগে প্রতিটি শিক্ষার্থীকে নিরাপত্তামূলক সাবধানতার বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে হয় এবং এসব নিরাপত্তা বিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হয়।

Content added By
Promotion