বঙ্গোপসাগরে সামুদ্রিক সম্পদ (Marine Resources of the Bay of Bengal)

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - ভূগোল ও পরিবেশ - বারিমণ্ডল | NCTB BOOK
955
Summary

বাংলাদেশের ৭১৬ কিলোমিটার উপকূলীয় অঞ্চলে অনেক সামুদ্রিক সম্পদ বিদ্যমান।

  • ৪৪২ প্রজাতির মৎস্য
  • ৩৩৬ প্রজাতির মলাস্কস
  • ১৯ প্রজাতির চিংড়ি
  • কাঁকড়া এবং ম্যানগ্রোভ বন
  • বিভিন্ন সামুদ্রিক জলজ উদ্ভিদ

কক্সবাজারের উপকূলীয় এলাকায় কিছু গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া যায়, যেমন:

  • জিরকন
  • মোনাজাইট
  • ইলমেনাইট
  • ম্যাগনেটাইট
  • রিওটাইল
  • লিউকক্সেন

এছাড়া সমুদ্র তলদেশে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সম্পদ রয়েছে।

বাংলাদেশের প্রায় ৭১৬ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলের বঙ্গোপসাগরে রয়েছে অনেক সামুদ্রিক সম্পদ। এর সমুদ্র তলদেশে ৪৪২ প্রজাতির মৎস্য, ৩৩৬ প্রজাতির মলাস্কস (Mollusks), ১৯ প্রজাতির চিংড়ি, নানারকম কাঁকড়া এবং ম্যানগ্রোভ বনসহ আরও বিভিন্ন ধরনের সামুদ্রিক জলজ উদ্ভিদ। কক্সবাজারের উপকূলীয় এলাকায় পারমাণবিক খনিজ জিরকন, মোনাজাইট, ইলমেনাইট, ম্যাগনেটাইট, রিওটাইল ও লিউকক্সেন পাওয়া গেছে। এছাড়া সমুদ্র তলদেশে রয়েছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদ।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...