Please, contribute by adding content to
বস্ত্রের দাগ অপসারণ ও সংস্করণ.
Content
# বহুনির্বাচনী প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১৫ ও ১১৬ নং প্রশ্নের উত্তর দাও :
তনুর সিল্কের শাড়িটি কাটা তারে খোঁচা লেগে ছিঁড়ে যায়। শাড়ির সুতা আলগা করে ছেঁড়া অংশ ভরাট করে তা মেরামত করেন। এভাবে তিনি আরো বিভিন্ন ছেঁড়া কাপড় মেরামত করেন।
রিফু
অ্যাপ্লিক
চুমকি
লেইস
iও ii
i ও iii
ii ও iii
i ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।
রিপার মা শীতকালে তাকে ফুল হাতার ফ্রক তৈরি করে দেয়। গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের কারণে সেই পোশাকটির সংস্কার করেন। তিনি রিপার পোশাকের অংশ পৃথক করে বিভিন্নভাবে তা পরিধান করান।
রিফু করে
সেলাই করে
স্লিভলেস করে
হাতা বড় করে
iও ii
i ও iii
ii ও iii
i ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।
রোহান কফি খাওয়ার সময় পোশাকে কফির দাগ লাগিয়ে ফেলে। রোহান চা ও কফির দাগ অপসারণ পদ্ধতি জানেন। পূর্বে তিনি পোশাকে চায়ের দাগ তুলতে লেবুর রস আর বোরাক্স দ্রবণ ব্যবহার করেন।
একই রকম
ভিন্ন
সময়সাপেক্ষ
জটিল
Read more