যন্ত্রপাতি ও মালামাল: মাপার ফিতা, দ্ররিং ইন্সট্রুমেন্ট বক্স, স্কেল, পেনসিল ও ইরেজার ইত্যাদি। কাছাকাছি অবস্থিত কোনো নির্মাণাধীন ইমারতে যেরে মাঠ পর্যারে যাগ সংগ্রহ করতে হবে। প্রতিটি খুঁটিনাটি মাপ নিতে হবে। প্রয়োজনে গ্রাফ প্যাড সাথে নেয়া যায়। সংগৃহীত মাপ অনুযায়ী পরবর্তীতে ড্রয়িংটি নির্দিষ্ট স্কেলে এঁকে নিতে হবে। 7.2 অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের বেজমেন্ট ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদান ।
যন্ত্রপাতি ও মালামাল: কম্পিউটার ও অটোক্যাড সফটওয়্যার (২০০৬-৭)।
অঙ্কন প্রণালীঃ অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের বেজমেন্ট ফ্লোর প্ল্যান অন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-
অঙ্কন প্রণালীঃ অটোক্যাডে বহুতল আৰাসিক ইমারতের প্রাউন্ড ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-
অঙ্কন প্রণালীঃ অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের টিপিক্যাল ফ্লোর প্ল্যান অক্ষন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমাণ্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-
অঙ্কন প্রণালীঃ অটোক্যাডে কাঠের দরজার ডিটেইল অক্ষন করার জন্য লাইন, অফসেট, ট্রিম, চ্যাফার, সারকেল ইত্যাদি কমান্ড দিয়ে নিচের চিত্রের মাপ অনুযায়ী ডিটেইলসহ দরজাটি এঁকে নিতে হবে।
দরজার এলিভেশন অঙ্কনের পর কোন অংশের ডিটেইল তা সিম্বলসহ চিহ্নিত করে দিতে হবে।
দরজার এলিভেশন ও প্ল্যানটি ¾ " = 1'-0" বা 1 : 50 খেলে রাজউক শিটের অনুরূপ অটোক্যাডের লে-আউটে একটি ভিউপোর্ট তৈরি করে সেট করতে হবে।
এবার ডিটেইলসমূহ বা ½ " বা ¾ " = 1'-0" ফেলে অন্য একটি ভিউপোর্ট তৈরি করে সেট করতে হবে।
অঙ্কন প্রণালীঃ অটোক্যাডে কাঠের জানালার ডিটেইল অঙ্কন করার জন্য লাইন, অফসেট, ট্রিম, চ্যাঙ্কার, সারকেল, হ্যাচ ইত্যাদি কমান্ড দিয়ে নিচের চিত্রের মাপ অনুযায়ী ডিটেইলসহ জানালাটি এঁকে নিতে হবে ।
অঙ্কন প্রণালীঃ অটোক্যাডে স্টিলের জানালার ডিটেইল অঙ্কন করার জন্য লাইন, অফসেট, দিম, চ্যাঙ্কার, সারকেল, হ্যাচ ইত্যাদি কমান্ড দিয়ে নিচের চিত্রের মাপ অনুযায়ী ডিটেইলসহ জানালাটি এঁকে নিতে হবে।
অঙ্কন প্রণালীঃ অটোক্যাডে অ্যালুমিনিয়ামের স্লাইডিং দরজা জানালার ডিটেইল অঙ্কন করার জন্য— লাইন, অফসেট, ট্রিম, চ্যাফার, নারকেল ইত্যাদি কমান্ড দিয়ে নিচের চিত্রের মাপ অনুযায়ী ডিটেইলসহ দরজা/জানালাটি এঁকে নিতে হবে।
Read more