বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে Working drawing অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
Please, contribute by adding content to বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে Working drawing অঙ্কন.
Content

একটি নির্মাণাধীন বহুতল আবাসিক ইমারত পরিদর্শন

যন্ত্রপাতি ও মালামাল: মাপার ফিতা, দ্ররিং ইন্সট্রুমেন্ট বক্স, স্কেল, পেনসিল ও ইরেজার ইত্যাদি। কাছাকাছি অবস্থিত কোনো নির্মাণাধীন ইমারতে যেরে মাঠ পর্যারে যাগ সংগ্রহ করতে হবে। প্রতিটি খুঁটিনাটি মাপ নিতে হবে। প্রয়োজনে গ্রাফ প্যাড সাথে নেয়া যায়। সংগৃহীত মাপ অনুযায়ী পরবর্তীতে ড্রয়িংটি নির্দিষ্ট স্কেলে এঁকে নিতে হবে। 7.2 অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের বেজমেন্ট ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদান ।

যন্ত্রপাতি ও মালামাল: কম্পিউটার ও অটোক্যাড সফটওয়্যার (২০০৬-৭)।

অঙ্কন প্রণালীঃ অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের বেজমেন্ট ফ্লোর প্ল্যান অন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • অঙ্কিত বহুতল আবাসিক ইমারজেটির বেজমেন্ট ফ্লোর- টিকে ডাইমেনশন দেয়ার জন্য প্রথমে ডাইমেনশন নামে একটি লেয়ার তৈরি করে নিতে হবে।
  • বেজমেন্ট ফ্লোরটিকে পাশে বা অন্যত্র কপি করে নেয়া যায় বা পূর্বের ড্রয়িং টিতেও ডাইমেনশন দেয়া যায়। এবার ডাইমেনশন টুলবারটিকে ড্রয়িং স্ক্রিনের বে কোনো পাশে সেট করে নিতে হবে।
  • এবার লিনিয়ার ডাইমেনশনে বা স্ত্রী আইকনে ক্লিক করে এক কর্ণার থেকে যে বিন্দু দুটির মধ্যে মাপ জানা প্রয়োজন সেই বিন্দু দুটিতে পর পর ক্লিক করতে হবে।
  • এবার কন্টিনিউয়াস ডাইমেনশন বা আইকনে ক্লিক করে পরবর্তী যে দূরত্বের মাপ জানতে হবে সেই বিন্দুতে ক্লিক। এভাবে পরপর বরাবর ক্লিক করতে থাকলে পরবর্তী দুরত্বের ডাইমেনশন ড্রয়িং এ দেয়া হয়ে যাবে।
  • এভাবে সম্পূর্ণ ছোট ছোট অংশের মাপ দিতে হবে ।
  • এরপর কলাম-এর কেন্দ্র থেকে ফলাম-এর কেন্দ্র পর্যন্ত ডাইমেনশন দিতে হবে।
  • সবশেষে ইমারতটির বাইরের সম্পূর্ণ ডাইমেনশন দিতে হবে।
  • ইমারতটির বেজমেন্টের ঢালের দিক তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে এবং ঢালের মান লিখে দিতে হবে।
  • ড্রাইভ ওয়ের টার্নিং রেডিয়াস মাপসহ দেখাতে হবে।
  • সিঁড়ি, অন্যান্য কোনো ভিতরের অংশের মাপও দেখাতে হবে। অর্থাৎ কাঠামোটি বেজমেন্ট ফ্লোরটি নির্মাণের জন্য যাবতীয় মাপ বা ডাইমেনশন দিতে হবে।
  • প্লটের মাপ ও প্লট থেকে বেজমেন্ট ফ্লোরের দূরত্ব দেখাতে হবে। ক্ষেল উল্লেখ করতে হবে।
  • অঙ্কিত বেজমেন্ট ফ্লোরটির ওয়ার্কিং প্ল্যান বা ডিটেইল ডাইমেনশনসহ বেজমেন্ট ফ্লোরটি নিচের চিত্রানুরূপ (চিত্র-৭.২.৪) হবে।
Content added By

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের এটি প্লান অন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদান

অঙ্কন প্রণালীঃ অটোক্যাডে বহুতল আৰাসিক ইমারতের প্রাউন্ড ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • ডাইমেনশনিং এর জন্য পূর্বের বেজমেন্ট ফ্লোরের অনুরূপ করে গ্রাউন্ড ফ্লোরেও ডাইমেনশন দিতে হবে।
  • সাধারণত ওয়ার্কিং প্ল্যানের স্কেল 1 : 50 বা ¼ “ = 1' - 0” তে প্রিন্ট নেয়া হয়ে থাকে। কাজেই এ ক্ষেত্রেও স্কেল 1 : 50  বা ¼ “ = 1' - 0” লিখতে হবে।
  • এখানে ফ্লোরে  র‍্যাম্পটির পাশের রেলিং বা গ্রিল করে দেখানো আছে। কিন্তু র‍্যাম্পটির এর ঢাল এর দিক ও পরিমাণ ড্রয়িং এ দেখাতে হবে।
  • প্লট পর্যন্ত দূরত্ব ও দুটি গেটের (বেজমেন্টের ও গ্রাউন্ড ফ্লোরের) মাঝের দূরত্ব দেখাতে হবে।
  • অতি বেজমেন্ট ফ্লোরটির ওয়ার্কিং প্ল্যান বা ডিটেইল ডাইমেনশনসহ বেজমেন্ট ক্লোরটি নিচের চিত্রা- রুম্প (চিত্র-৭.৩.১) হবে।
Content added By

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের টিপিক্যাল ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদান

অঙ্কন প্রণালীঃ  অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের টিপিক্যাল ফ্লোর প্ল্যান অক্ষন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমাণ্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • ডাইমেনশনিং-এর জন্য পূর্বের বেজমেন্ট বা গ্রাইন্ড ক্লোরের অনুরূপ করে টিপিক্যাল ফ্লোরেও ডাইমেনশন নিতে হবে। সকল ছোটো ছোটো অংশের মাপ দিতে হবে। এরপর বাইরে একটি সম্পূর্ণ মাপ দিতে হবে।
  • সাধারণত ওয়ার্কিং প্ল্যানের স্কেল 1 : 50 বা ¼ " = 1'-0" তে প্রিন্ট নেয়া হয়ে থাকে। কাজেই এ ক্ষেত্রেও স্কেল 1 : 50 বা ¼ " = 1'-0" লিখতে হবে।
  • এখানে চারটি ফ্লোর অনেক বড় হয়ে বার বলে একটি ইউনিট ও লিফটসহ সিঁড়ির ওয়ার্কিং প্ল্যান দেখানো হয়েছে।
  • সবকটি ফ্লোর একই বলে একটিতে ডাইমেনশন দেয়ার পর মিরর করে পাশের ইউনিটে ডাইমেনশন দিতে হবে। আবার মিরর করে উপরের দুটি ইউনিটেও ডাইমেনশন দিতে হবে।
  • অঙ্কিত টিপিক্যাল ফ্লোরটির ওয়ার্কিং প্ল্যান বা ডিটেইল ডাইমেনশনসহ টিপিক্যাল ফ্লোরটি নিচের চিত্রানুরূপ (চিত্র-৭.৪.১) হবে।
Content added || updated By

কাঠের দরজার ডিটেইল অঙ্কন (Wooden Door Detail)

অঙ্কন প্রণালীঃ  অটোক্যাডে কাঠের দরজার ডিটেইল অক্ষন করার জন্য লাইন, অফসেট, ট্রিম, চ্যাফার, সারকেল ইত্যাদি কমান্ড দিয়ে নিচের চিত্রের মাপ অনুযায়ী ডিটেইলসহ দরজাটি এঁকে নিতে হবে।

দরজার এলিভেশন অঙ্কনের পর কোন অংশের ডিটেইল তা সিম্বলসহ চিহ্নিত করে দিতে হবে।

দরজার এলিভেশন ও প্ল্যানটি  ¾  " = 1'-0"  বা 1 : 50 খেলে রাজউক শিটের অনুরূপ অটোক্যাডের লে-আউটে একটি ভিউপোর্ট তৈরি করে সেট করতে হবে।

এবার ডিটেইলসমূহ বা ½ " বা ¾ "  = 1'-0"  ফেলে অন্য একটি ভিউপোর্ট তৈরি করে সেট করতে হবে।

Content added By

কাঠের জানালার ডিটেইল অঙ্কন (Wooden Window Detail)

অঙ্কন প্রণালীঃ  অটোক্যাডে কাঠের জানালার ডিটেইল অঙ্কন করার জন্য লাইন, অফসেট, ট্রিম, চ্যাঙ্কার, সারকেল, হ্যাচ ইত্যাদি কমান্ড দিয়ে নিচের চিত্রের মাপ অনুযায়ী ডিটেইলসহ জানালাটি এঁকে নিতে হবে ।

Content added By

স্টিলের জানালার ডিটেইল অঙ্কন (Steel Window Detail)

অঙ্কন প্রণালীঃ  অটোক্যাডে স্টিলের জানালার ডিটেইল অঙ্কন করার জন্য লাইন, অফসেট, দিম, চ্যাঙ্কার, সারকেল, হ্যাচ ইত্যাদি কমান্ড দিয়ে নিচের চিত্রের মাপ অনুযায়ী ডিটেইলসহ জানালাটি এঁকে নিতে হবে।

Content added By

অ্যালুমিনিয়ামের স্লাইডিং দরজা/জানালার ডিটেইল (Aluminum Door / Window Detail) অঙ্কন

অঙ্কন প্রণালীঃ  অটোক্যাডে অ্যালুমিনিয়ামের স্লাইডিং দরজা জানালার ডিটেইল অঙ্কন করার জন্য— লাইন, অফসেট, ট্রিম, চ্যাফার, নারকেল ইত্যাদি কমান্ড দিয়ে নিচের চিত্রের মাপ অনুযায়ী ডিটেইলসহ দরজা/জানালাটি এঁকে নিতে হবে।

Content added By
Promotion