অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের টিপিক্যাল ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদান
এসএসসি(ভোকেশনাল) -
আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ -
দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) |
| NCTB BOOK
অঙ্কন প্রণালীঃ অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের টিপিক্যাল ফ্লোর প্ল্যান অক্ষন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমাণ্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-
ডাইমেনশনিং-এর জন্য পূর্বের বেজমেন্ট বা গ্রাইন্ড ক্লোরের অনুরূপ করে টিপিক্যাল ফ্লোরেও ডাইমেনশন নিতে হবে। সকল ছোটো ছোটো অংশের মাপ দিতে হবে। এরপর বাইরে একটি সম্পূর্ণ মাপ দিতে হবে।
সাধারণত ওয়ার্কিং প্ল্যানের স্কেল 1 : 50 বা ¼ " = 1'-0" তে প্রিন্ট নেয়া হয়ে থাকে। কাজেই এ ক্ষেত্রেও স্কেল 1 : 50 বা ¼ " = 1'-0" লিখতে হবে।
এখানে চারটি ফ্লোর অনেক বড় হয়ে বার বলে একটি ইউনিট ও লিফটসহ সিঁড়ির ওয়ার্কিং প্ল্যান দেখানো হয়েছে।
সবকটি ফ্লোর একই বলে একটিতে ডাইমেনশন দেয়ার পর মিরর করে পাশের ইউনিটে ডাইমেনশন দিতে হবে। আবার মিরর করে উপরের দুটি ইউনিটেও ডাইমেনশন দিতে হবে।
অঙ্কিত টিপিক্যাল ফ্লোরটির ওয়ার্কিং প্ল্যান বা ডিটেইল ডাইমেনশনসহ টিপিক্যাল ফ্লোরটি নিচের চিত্রানুরূপ (চিত্র-৭.৪.১) হবে।