পারদর্শিতার মানদন্ড
|
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম
ক্রম | নাম | স্পেসিফিকেশন | সংখ্যা |
০১ | এ্যাপ্রোন | শিক্ষার্থীর মাপ মতো | ১ টি |
০২ | হ্যান্ড গ্রোভস্ | মাঝারি মাপের | ১ জোড়া |
০৩ | মাস্ক | তিন স্তর বিশিষ্ট | ১ টি |
(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্টস, মেশিন)
ক্রম | যন্ত্রপাতির নাম | স্পেসিফিকেশন | পরিমাণ |
০১ | প্লাস্টিকের গামলা | ১৫ লিটার | ১ টি |
০২ | প্লাস্টিকের বালতি | ১৫ লিটার | ১ টি |
০৩ | পাতিল | ১০ লিটার | ১ টি |
০৪ | স্থপনেট | ছোট মাপের | ১ টি |
০৫ | ট্রে | ছোট মাপের | ১ টি |
০৬ | চিমটা | মাঝারি মাপের | ১ টি |
০৭ | আঁতশ কাঁচ | ৫ সেমি | ১ টি |
০৮ | মিটার স্কেল | ০.৫ মিটার | ১ টি |
(গ) প্রয়োজনীয় উপকরণ
ক্রম | নাম | স্পেসিফিকেশন | সংখ্যা |
১ | বিভিন্ন চিংড়ি | প্রমান সাইজের | প্রতি প্রজাতির ৫টি |
২ | গামছা/তোয়ালে | মাঝারি মাপের | ১ |
৩ | টিস্যু পেপার | মাঝারি মাপের | ১ |
৪ | খাতা, পেন্সিল | মাঝারি মাপের | ১ |
(ঘ) কাজের ধারা
১. নিকটস্থ বাজার/খামার থেকে প্রতিটির ৪-৫টি করে তাজা বা সদ্য আহরিত চিংড়ি সংগ্রহ কর । ২. পাতিল বা ব্যাগে যথাযথ সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করে চিংড়ি পরিবহণ নিশ্চিত করো।
৩. আহরিত চিংড়ি যথাযথ স্থান বা রেফ্রিজারেটরে সংরক্ষণ করো।
৪. চিংড়ি চিহ্নিতকরণের জন্য নির্ভরযোগ্য ক্যাটালগ ব্যবহার করো।
৫. পুরো কার্যক্রমটি ধৈর্য্য সহকারে করো। ৬. গৃহীত কার্যক্রমটি ব্যবহারিক খাতায় লিপিবদ্ধ করো।
কাজের সতর্কতা
আত্মপ্রতিফলন
চিংড়ি শনাক্তকরণ কৌশল অনুশীলন করার বিষয়ে দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।
Read more