বাহ্যিক পর্যবেক্ষণের মাধ্যমে বাগদা চিংড়ির রোগ শনাক্তকরণ (৪.৩)

এসএসসি(ভোকেশনাল) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK
16
16

রোগাক্রান্ত চিংড়ির রোগের লক্ষণ ছাড়াও যে সব বাহ্যিক পর্যবেক্ষণ দ্বারা খামারে রোগের আক্রমণ প্রত্যক্ষ
করা যায়-

  • খামারে পানির বর্ণ কালচে ও পানির উপরে বুদবুদ সৃষ্টি হলে।
  • হঠাৎ খামারের সব চিংড়ি মারা যাওয়া।
  • পানিতে হাইড্রোজেন সালফাইড বা পঁচা ডিমের গন্ধ সৃষ্টি হলে। 
  • শক্ত কোন বস্তুর সাথে চিংড়ির শরীর ঘর্ষণ করলে।
  • পানির পিএইচ এর সামঞ্জস্যতা নষ্ট হলে।
  • হঠাৎ পানির লবণাক্ততা অনেক বেশি কমে গেলে রোগের আক্রমণ হতে পারে।
  • পানির তাপমাত্রা অধিক পরিমাণে বেড়ে গেলে।
Content added By
Promotion