স্থাপত্যিক ডিজাইনের প্রাথমিক অবস্থার নকশা করার জন্য যে সকল ড্রয়িং করা হয় এটি মূলত রাফ স্কেচ।প্রাথমিক অলটারনেটিভ বা কিছু নকশা থেকে একটি নির্বাচন করে তার প্রেজেন্টেশন ড্রয়িংসমূহ প্রস্তুত করা হয়।
সাধারণত গ্রাফ কাগজে বা লাইন স্কেচ করা হয় কিংবা ১ : ১০০ স্কেলে করা হয়। প্ল্যান, এলিভেশন ও মুক্তহস্তে পার্সপেক্টিভ দৃশ্য বা যে কোনো 3D একে স্টাডি করা হয়।
ডিজাইনের প্রাথমিক অবস্থায় ক্লায়েন্টকে বা মক্কেলকে নকশা দেখানোর বা তার অনুমাদেনের জন্য যে সকল ড্রয়িং করা হয় তাকে প্রেজেন্টেশন ড্রয়িং (Presentation Drawing) বলে। এটি মূলত রাফ স্কেচ থেকে চূড়ান্ত পর্যায়ে আনা। অলটারনেটিভ বা বিকল্প ড্রয়িং থেকে প্রয়োজনীয় শুদ্ধি বা পরিবর্তন করে একটি নির্বাচন করে তার পরবর্তী ড্রয়িংসমূহ প্রস্তুত করা হয়।
চিত্রঃ প্রেজেন্টেশন ড্রয়িং
স্থাপত্যিক ডিজাইন অনুযায়ী কাঠামো নির্মাণের সময় মাঠ পর্যায়ে কাজ করার জন্য পূর্ণাঙ্গ মাপসহ যে সকল দ্রয়িং করা হয়। তাকে ওয়ার্কিং ড্রয়িং (Working Drawing) বলে।
চিত্রঃ ওয়ার্কিং ড্রয়িং (Working Drawing)
অপেক্ষাকৃত জটিল অংশসমূহ বা ওয়ার্কিং ড্রয়িং-এ দেখানো যায় না বা একটু বড় ফেলে করে মাপ দেখানোর দরকার হয় সে সকল ড্রয়িংকে ডিটেইল ড্রয়িং (Detail Drawing) বলে।
সাধারণত ১ : ১০ বা ১ : ২০ খেলে করা হয়। সিড়ি, দরজা-জানালার চৌকাঠ, রেলিং, সানশেড, মোল্ডিং, কাঠের ঘায়েন্ট ইত্যাদি কাজে ডিটেইল ড্রয়িং করা হয়।
চিত্রঃ ডিটেইল ড্রয়িং (Detail Drawing)
Read more