যৌগে মৌলের শতকরা সংযুক্তি

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - রসায়ন - মোলের ধারণা ও রাসায়নিক গণনা | | NCTB BOOK

কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ঐ মৌলের শতকরা সংযুক্তি বলে। যৌগের আণবিক সংকেত থেকে ঐ যৌগে বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুতি বের করা যায়। অর্থাৎঃ
 

কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি = মৌলের পারমাণবিক ভর x পরমাণুর সংখ্যা x 100  /  যৌগের আণবিক কর       %
 

উদাহরণ: HCl যৌগে H ও Cl এর শতকরা সংযুক্তি হিসাব দেখানো হলো HCl এর আণবিক ভর = 1+35.5 = 36.5

এখানে 36.5 গ্রাম HCl এর মধ্যে H আছে = 1 গ্রাম
1 অতএব, 1 গ্রাম HCl এর মধ্যে H আছে = 1/36.5গ্রাম

1x100 অতএব, 100 গ্রাম HCl এর মধ্যে H আছে =  1×100/36.5 গ্রাম = 2.74  গ্রাম

অতএব, H এর শতকরা সংযুতি - 2.74%

 

আবার, 36.5 গ্রাম HCl এর মধ্যে Cl আছে = 35.5 গ্রাম

অতএব, 1 গ্রাম HCl এর মধ্যে Cl আছে =35.5/36.5 গ্রাম  

অতএব, 100 গ্রামের মধ্যে Cl আছে = 35.5x100 /36.5 গ্রাম = 97.26 গ্রাম
 

অতএব, Cl এর শতকরা সংযুক্তি = 97.26%
কিংবা অন্যভাবে বের করতে পারি: Cl এর শতকরা সংযুক্তি = (100 - 2.74% = 97.26%)

Content added By
Promotion